বিশ্রাম দেয়া হচ্ছে কোহলি-বুমরাহকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে। আগামী ৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ ও অ্যামেরিকায় অনুষ্টিত হবে সিরিজটি।
সীমিত ওভারের সিরিজে বিশ্রামে থাকলেও কোহলি ও বুমরাহকে ফেরানো হবে টেস্ট সিরিজে। টেস্ট সিরিজটি আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভূক্ত। তাই, সিরিজটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বিরাট ও জসপ্রিতকে বিশ্রাম দেয়া হচ্ছে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে। বিরাট অস্ট্রেলিয়া সিরিজ থেকেই নিয়মিত খেলছে এবং বুমরাহরও কিছুটা চাপ কমানো প্রয়োজন। টেস্ট সিরিজ শুরুর আগে তাঁরা দলের সঙ্গে যোগ দেবে।'
কোহলি ও বুমরাহর সঙ্গে আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হতে পারে বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র। বিশ্বকাপ শেষেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
ভারত যদি চলতি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারে। তবে আগামী ১৪ই জুলাই পর্যন্ত ব্যস্ত থাকতে হবে ভারতের ক্রিকেটারদের। তাদের চাপের কথা চিন্তা করেই কয়েকজন শীর্ষ ব্যাটসম্যান এবং বোলারকে বিশ্রাম দেয়ার কথা ভাবছে ভারত।
এই কথা ভেবেই টেস্ট সিরিজ দিয়ে সিরিজ শুরুর কথা থাকলেও বিসিসিআইয়ের অনুরোধে টেস্ট সিরিজের সময় সূচি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, 'অ্যান্টিগায় আমাদের প্রথম টেস্ট শুরু হবে ২২ আগস্ট। বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা বিশ্রামের যথেষ্ঠ সময় পাবেন।'