বিশ্বকাপের জন্য প্রস্তুত নই আমরাঃ রশিদ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শক্তিশালী দল হিসেবে দাবি করেছিলেন আফগান অলরাউন্ডার রশিদ খান। তবে, বিশ্বকাপের মাঝপথে সেই বক্তব্য থেকে সরে এসেছেন তিনি। ভারতের বিপক্ষে হারের পর জানান, তাঁরা বিশ্বকাপের জন্য প্রস্তুত নয়।
বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েও জয় পায়নি আফগানিস্তান। শনিবার ভারতকে ২২৪ রানে আটকে দিয়ে ২১৩ রানে অল আউট হয়ে গেছে আফগানরা। ফলে ১১ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে একটিতেও জিততে পারেনি আফিগানিস্তান। তাই এই বিশ্ব আসরের সেমিফাইনালের দৌড় থেকে থেকে ছিটকে গেছে দলটি। তবুও আফগান লেগ স্পিনার রশিদের বিশ্বাস বাকি ম্যাচগুলোতে তাঁর দল জয় তুলে নিতে পারবে।
'আমার মনে হয় না আমরা এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত। আমাদের এক বা দুই ম্যাচ জেতা উচিত ছিল। আমাদের সামনে সেই সুযোগ এসেও ছিল। আশা করছি, সময়ের পরিক্রমায় আমরা তা অর্জন করবো।'
মাঠের মতো মাঠের বাইরেও আফগানদের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপের শুরুর দিকে চোট দেখিয়ে বিতর্কিতভাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে বাদ দেয়া হয়েছে। ভিডিও বার্তায় প্রকাশ্যে এর প্রতিবাদ করেছেন শেহজাদ।
তাই সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে। বিশ্বকাপ শুরুর আগে অধিনায়ক আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে বিতর্কের মুখে পড়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।