কথা রেখেছেন ফার্গুসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচের আগের দিন গণমাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের গতিতে পরাস্ত করার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। ম্যাচেও তা করে দেখিয়েছেন তিনি।
গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝের ওভারগুলোতে গতির ঝড় তুলে শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার এবং শেলডন কটরেলের উইকেট শিকার করে দলের জয়ে অবদান রেখেছেন তিনি। দশ ওভারে খরচ করেছেন ৫৯ রান। ফার্গুসনের বোলিং পারফর্মেন্স নিয়ে সংবাদমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর সতীর্থ ট্রেন্ট বোল্ট।

'মাঝের ওভারগুলোতে গতির ঝড় নিয়ে এসেছিল ফার্গুসন। তা দেখা সত্যিই দারুণ ছিল। সে দারুণ খেলেছে। বোলিং বিভাগ হিসেবে আমরাও ভালো করেছি।'
ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের পরিকল্পনার কথা মিডিয়ার কাছে খোলাসা করেছিলেন ফার্গুসন। দলের পেসারদের গতিময় বোলিংয়ের শতভাগ সামর্থ্য ব্যবহার করে ক্যারিবিয়ানদের উইকেট তুলে নিতে চেয়েছিল তাঁরা।
ম্যাচের আগের দিন তিনি বলেছিলেন, 'বোলাররা যদি ১৪০ কিমি বেগে বল করে তাহলে দর্শকরাও অনেক খুশি হয়। আক্রমণাত্মক পেস বোলিং ম্যাচের সৌন্দর্য।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ পুরো আসর ধরেই শক্তিশালী। বোলিং বিভাগ হিসেবে তাদের দুর্বলতা আমাদের জানা উচিত। গতিময় বোলিংয়ে তাঁদের দ্রুত আউট করে চাপ সৃষ্টি করা উচিত।'
ম্যানচেষ্টারের অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ২৯১ রানের বিশাল সংগ্রহ করে কিউইরা। কার্লোস ব্র্যাথওয়েটের সেঞ্চুরির পরও এই রেকর্ড তাড়া করতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।