promotional_ad

দক্ষিণ আফ্রিকার অনুপ্রেরণা শ্রীলঙ্কা

ছবিঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে চমক সৃষ্টি করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই জয় থেকে অনুপ্রেরণা পাচ্ছে দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়া টপ অর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম আশাবাদী শ্রীলঙ্কার মতো তারাও টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারবে।


এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের আটে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে পা রাখতে হলে বাকি তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। তবে মার্করামের বিশ্বাস আজ রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াবে তাঁর দল।  



promotional_ad

শ্রীলঙ্কাকে অনুপ্রেরণার উৎস হিসেবে আখ্যা দিয়ে মার্করাম বলেছেন,  'এটি অবশ্যই অনুপ্রেরণাদায়ক। শ্রীলঙ্কার মতো একটি দল যাদের দারুণ কিছু খেলোয়াড় আছে তাদেরকে এভাবে দেখাটা দারুণ। হয়তো তারা ফর্ম নিয়ে সংগ্রাম করছে আমাদের মতো। তবে তারা বিশ্বকাপের অন্যতম ফেভারিট একটি দলকে হারিয়েছে।'


ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ২৩২ রানের পুঁজি পেয়েছিল শ্রীলঙ্কা। তবে পরবর্তীতে লাসিথ মালিঙ্গার ক্ষুরধার বোলিংয়ে ২১২ রানে অলআউট হয় ইংলিশরা। ফলে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় দিমুথ করুনারত্নের দল। এই খেলা দেখার পর মার্করাম জানিয়েছেন দল হিসেবে সম্মিলিতভাবে ভালো করতে পারলে জয় পাওয়া অসম্ভব নয়। 


তিনি বলেন,  'এটি দারুণ ক্রিকেট ছিল এবং এটি প্রমাণ করেছে যে দল যত দ্রুত ভালো করতে পারবে নির্দিষ্ট দিনে সেই দল এই বিশ্বকাপে অন্য যেকোনো দলকে হারাতে পারবে। এই কারণে আমি বলবো যে আমরা নিজেদের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি কারণ যদি আমরা আমাদের সেরাটা খেলতে পারি সম্মিলিতভাবে, তাহলে সেটি আমাদের একটি ভালো অবস্থানে নিয়ে যাবে এবং আশা করি তাহলে আমরা ম্যাচ জিততে পারবো।'  



উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে লর্ডসে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে ফাফ ডু প্লেসির দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। সরফরাজ আহমেদের দলকে হারিয়ে টুর্নামেন্টে ফিরে আসার লক্ষ্য থাকবে প্রোটিয়াদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball