promotional_ad

লিটনের সাথে প্রতিযোগিতা নেই মিঠুনের

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ব্যাট হাতে ফর্মে থাকা লিটন দাসের কারণে দলে জায়গা পাওয়া কঠিন হয়ের গেছে মোহাম্মদ মিঠুনের। তবে এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন পাঁচ নম্বরে ব্যাট করা এই ব্যাটসম্যান। 


দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে ব্যর্থ হন মিঠুন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর পরিবর্তে লিটন দাসের উপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন লিটন। 



promotional_ad

পাঁচ নম্বরে নেমে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১৭ বলে ২০ রান। তাই পাঁচ নম্বরে মিঠুনের পরিবর্তে লিটনকেই এগিয়ে রাখছেন নির্বাচকরা।


একই পজিশেনে ব্যাটিং করলেও লিটনের সঙ্গে নিজের কোনো প্রতিযোগিতা দেখছেন না মিঠুন।  


তিনি বলেছেন, 'আসলে এটিকে আমি ইতিবাচকভাবে দেখছি। কারণ আমার জায়গায় লিটন এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে। দলের জন্য খুবই.ভালো হয়েছে। ঐ ম্যাচটি (ওয়েস্ট ইন্ডিজ) জিততে তাঁর অনেক অবদান ছিল। একইসঙ্গে শেষ ম্যাচেও ভালো ব্যাটিং করছিল।'



প্রতিযোগিতা না করে বরং নিজেকে তৈরি রাখার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন মিঠুন। বলেছেন, 'আমার কাজটি হচ্ছে নিজেকে তৈরি রাখা। কারণ যেকোনো সময় আমাকে আবার প্রয়োজন হতে পারে। আমি চেষ্টা করছি ঠিকঠাকমতো অনুশীলন করার এবং নিজের কাজটি ঠিকমতো করার।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball