চারে নাম লেখানোর অপেক্ষায় মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে আর মাত্র ৮০ রান করতে পারলে চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রান পূর্ণ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ১৮০টি ম্যাচে ৩৪.৬৯ গড়ে ৩ হাজার ৯২০ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ৩টি সেঞ্চুরি এবং ২১টি হাফসেঞ্চুরি।
আফগানিস্তানের বিপক্ষে ২২শে জুন (সোমবার) মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেই ৪ হাজারি রানের ক্লাবে পা রাখার সুযোগ থাকছে মাহমুদউল্লাহর সামনে। এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে চার হাজার রান পূর্ণ করার নজীর রয়েছে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের।
১৯৮ ম্যাচে ৩৬.১৯ গড়ে ৬ হাজার ৮০৫ রান নিয়ে সংগ্রহ করেছেন তামিম। শীর্ষ রান সংগ্রাহক এই ব্যাটসম্যানের রয়েছে ১১টি সেঞ্চুরি এবং ৪৭টি হাফসেঞ্চুরি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাকিব এখন পর্যন্ত ২০৩ ওয়ানডেতে ৩৭.৪৫ গড়ে ৬ হাজার ১৪২ রান করেছেন। ৯টি সেঞ্চুরি এবং ৪৪টি হাফসেঞ্চুরির মালিক তিনি।

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ২১০ ম্যাচে ৩৫.৫৯ গড়ে ৫ হাজার ৮০২ রান সংগ্রহ করেছেন। যেখানে তাঁর রয়েছে ৭টি সেঞ্চুরি এবং ৩৪টি হাফসেঞ্চুরি। এছাড়াও পাঁচ নম্বরে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ১৭৫ ওয়ানডেতে ৩ হাজার ৪৬৮ রান করেছেন তিনি। ২২.৩৭ গড়ে ব্যাটিং করা আশরাফুলের আছে ৩টি সেঞ্চুরিসহ ২০টি হাফসেঞ্চুরি।
ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানঃ
১। তামিম ইকবাল- ৬৮০৫ রান
২। সাকিব আল হাসান- ৬১৪২ রান
৩। মুশফিকুর রহিম- ৫৮০২ রান
৪। মাহমুদউল্লাহ রিয়াদ- ৩৯২০ রান
৫। মোহাম্মদ আশরাফুল- ৩৪৬৮ রান