promotional_ad

ডি ভিলিয়ার্সের ফেরার খবর ভিত্তিহীনঃ জেনিংস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে খেলার জন্য কখনোই হাপিত্যেশ করে ছিলেন না এবি ডি ভিলিয়ার্স, বিশ্বাস সাবেক প্রোটিয়া কোচ রে জেনিংস। কিছুদিন আগে ইএসপিএন ক্রিকইনফোর দেয়া তথ্য মতে জানা গিয়েছিল বিশ্বকাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স।



promotional_ad

এই খবরের পর পুরো ক্রিকেট বিশ্বে শুরু হয় তোলপাড়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভরাডুবির পর সাবেক প্রোটিয়া দলপতিকে ফেরানোর দাবি জানিয়েছিলেন অনেকেই। তবে জেনিংসের মতে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট ছিল। ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটার কখনোই এরূপ সিদ্ধান্ত নিবেন না জানিয়ে তিনি বলেছেন,


'এবি সবথেকে দায়িত্ববান একজন মানুষ- অবশ্যই খেলোয়াড় হিসেবে স্বার্থপর নয়। আমি আমার জীবন বাজি রেখে বলতে পারি যে এটা সম্পূর্ণ বাজে কথা যে সে দল ঘোষণার আগে ২৪ ঘন্টা অপেক্ষায় ছিল দলের সাথে যুক্ত হতে। এটি সম্পূর্ণ বাজে কথা।' 



এর আগে রিপোর্টে বলা হয়েছিল দলে রাখার জন্য অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং কোচ ওটিস গিবসনকে অনুরোধ করেছিলেন ডি ভিলিয়ার্স। তবে জেনিংসের মতামত ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। 
 
জেনিংসের ভাষ্যমতে, 'আমি এই ধরণের কিছু আশা করতে পারি দাম্ভিক কেভিন পিটারসেন কিংবা গ্রায়াম স্মিথের কাছ থেকে, তবে অবশ্যই এবির কাছ থেকে নয়। আমি তাঁকে অনেক ভালোভাবে চিনি এবং বিশ্বাস করি না যে সে এমন কিছু করতে পারবে। পর্দার আড়ালে আরেকটি গল্প আছে যেটা বলতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball