আফগানদের সামনে ভারত পরীক্ষা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে আন্ডারডগ তকমার সার্থকতা বজায় রেখেছে আফগানিস্তান। এখন পর্যন্ত ৫টি ম্যাচের মধ্যে একটিতেও জয়ের মুখ দেখেনি গুলবাদিন নাইবের দল। এমতাবস্থায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আফগানরা শনিবার আরেকটি বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে। কারণ এদিন তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির ভারত।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থতে রয়েছে কোহলি বাহিনী। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। সুতরাং আত্মবিশ্বাসে টইটম্বুর থেকে খেলতে নামবে তারা। সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ।
আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরি সমস্যায় ভুগছে ভারত। এরই মধ্যে বুড়ো আঙ্গুলর চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে ওপেনার শিখর ধাওয়ানের। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পেসার ভুবনেশ্বর কুমারও। শনিবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ইনজুরি সমস্যায় ভুগছেন অলরাউন্ডার বিজয় শঙ্করও। বৃষ্টি খেজা মাঠে অনুশীলনকালে জাসপ্রিত বুমরাহর একটি বলে পায়ে চোট পান তিনি। তবে আশার কথা হলো শঙ্করের চোট তেমন গুরুতর নয় এবং ইতিমধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। ফলে আফগানদের বিপক্ষে মাঠে নামার জোরালো সম্ভাবনা আছে তাঁর।

ভারত যেমন ইনজুরি সমস্যায় ভুগছে অপরদিকে আফগান শিবিরে চলছে অন্তকলহ। খবর পাওয়া গিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এক রেস্টুরেন্টে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন আফগান ক্রিকেটাররা। দলের কোচ ফিল সিমন্স নিজেও স্বীকার করেছেন এই বিষয়টি। এক টুইট বার্তায় তিনি আফগানিস্তানের প্রধান নির্বাচককে দৌলত আহমেদজাইকে উল্লেখ করে লিখেছেন,
‘আমি এখন বিশ্বকাপের মাঝপথে আছি এবং চেষ্টা করছি এই পর্যায়ে দল যেন প্রত্যাশিত পারফরম্যান্স করে। কিন্তু বিশ্বকাপ শেষে আফগানিস্তানের মানুষদের আমি বলব, আমাদের প্রস্তুতি এবং আজগর আফগানকে সরিয়ে দেয়ার পেছনে দৌলত আহমেদজাইয়ের কি ভূমিকা ছিল।'
শুধু অন্তকলহই নয়, পারফর্মেন্সের দৈন্যতাও ব্যাপকভাবে ফুটে উঠেছে আফগানদের। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১৫০ রানের ব্যবধানে হেরেছিল আফগানরা। সেই ম্যাচে বিশ্বকাপে বল হাতে সবথেকে বেশি রান দেয়ার রেকর্ড গড়েছিলেন স্পিনার রশিদ খান। ৯ ওভার বল করে ১১০ রান খরচায় ছিলেন উইকেটশুন্য। বাকি খেলোয়াড়রাও ছিলেন নিস্প্রভ। সবমিলিয়ে বেশ নাজুক অবস্থাতেই আছে আফগানরা। তবে এরপরেও হাতে থাকা বাকি ম্যাচগুলোতে ভালো খেলে সমালোচনার ঝড় থামাতে চাইবে তারা।
আফগানিস্তান একাদশ (সম্ভাব্য)-
গুলবাদিন নাইব (অধিনায়ক), নুর আলি জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান, ইকরাম খিল (উইকেটরক্ষক), আফতাব আলম, দৌলত জাদরান, মুজিব উর রহমান।
ভারত একাদশ (সম্ভাব্য)-
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিজয় শঙ্কর, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।