promotional_ad

৫ বছর বুড়িয়ে গিয়েছি আমিঃ ডু প্লেসি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। ৪ উইকেটের এই পরাজয়ে হতাশায় একেবারে নুইয়ে পড়েছে প্রোটিয়ারা। তবে সবথেকে বেশি ভেঙ্গে পড়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি।


সংবাদ সম্মেলনে কোনো প্রকার রাখঢাক না রেখেই হতাশা প্রকাশ করেছেন তিনি। এই পরাজয়ের পর নিজের বয়স যেন ৫ বছর বেড়ে গেছে বলে মনে করছেন ডু প্লেসি। দলের অন্যান্য সদস্যদের অবস্থাও একই রকম বলে জানান প্রোটিয়া দলপতি।



promotional_ad

ডু প্লেসি বলেছেন, 'কঠিন, এখান থেকে সেমিফাইনাল খেলা খুব কঠিন। ড্রেসিংরুমের কথা আর কি বলব, ছেলেরা ভীষণ কষ্ট পাচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি ৫ বছর বুড়িয়ে গিয়েছি। ম্যাচ শেষে আমার শরীর যেন অসাড় হয়ে গেছে। এই মাঠে আমরা সবকিছু হারিয়ে এসেছি। একজন অধিনায়ক হিসেবে আমি আর কি বলতে পারি।'  


অন্যান্য দলের সাথে নিজেদের পার্থক্যও তুলে ধরেছেন ডু প্লেসি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ ওভারে মাত্র ২৪৬ রান সংগ্রহ করতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। এজবাস্টনে স্পষ্টভাবে ফুটে উঠেছিল তাদের ব্যাটিংয়ের দৈন্যদশা। অধিনায়ক মনে করছেন অভিজ্ঞতার দিক থেকে যথেষ্ট পিছিয়ে তাঁর দলের ব্যাটসম্যানেরা। 


ডু প্লেসির ভাষায়, 'আপনারা যদি অন্যদের সঙ্গে তুলনা করেন তা হলে দেখতে পাবেন বাকি দলগুলোর ব্যাটিং লাইন আপের থেকে আমাদের অভিজ্ঞতা অনেক কম। আমরা সে কারনে সেই বড় রান তুলতে পারছি না জয়ের জন্য যা প্রয়োজন হয়।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball