৪০ থেকে ৫০ রান বেশি দিয়েছিঃ মাশরাফি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ১০ ওভারে বাজে বোলিং করার কারণে ম্যাচ হেরেছে বাংলাদেশ, মতামত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ৪০ ওভারের পর থেকে রীতিমত হাত খুলে রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। আর সেই কারণে তাদের দলীয় পুঁজি দাঁড়ায় ৩৮১।
অথচ শেষের দিকে অন্তত ৪০ রান কম দিতে পারলেও মানসিক দিক থেকে স্বস্তি পেতে পারতো বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ব্যাপারটি নিয়ে তাই আক্ষেপ ঝড়েছে মাশরাফির কণ্ঠে। ৪০ ওভারের পর ভালো বোলিং না করাকে দুষেছেন তিনি।

মাশরাফি বলেছেন, 'ভালো একটা শুরু পেলে কি হতে পারে আপনি জানেন না। …আমার মনে হয় আমরা ফিল্ডিংয়ে ৪০ থেকে ৫০ রান বেশি দিয়েছি, বিশেষ করে ৪০ ওভারের পর। তা না হলে লক্ষ্য তাড়াটা অন্যরকম হতো, ব্যাটসম্যানদের মাইন্ড সেটআপ অন্যরকম হতো। তবে ডেভিড ওয়ার্নার ও অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে।'
অজিদের কাছে পরাজিত হলেও অবশ্য নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট মাশরাফি। ৩৮২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ভেঙ্গে পড়েনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বরং ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছেন মুশফিক, তামিম, সাকিবরা।
অধিনায়কের বাহবা তাই ঠিকই পাচ্ছেন ব্যাটসম্যানেরা, “আমরা যখন ব্যাটিং করি তখন মুশফিক, সাকিব, তামিম খুব ভালো করেছে। শেষের দিকে (মাহমুদউল্লাহ) রিয়াদ খুব ভালো ছিল। সৌম্যর রান আউটের পর সাকিব-তামিম দলকে এগিয়ে নিচ্ছিল… ৩৮১ রান তাড়া করে জেতা অনেক কঠিন।'