রান আউটে প্রথম উইকেট গেল বাংলাদেশের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের ইনিংসের সুবাদে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে দলটির সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৮১ রান। জবাবে ব্যাট করছে বাংলাদেশ।
রান আউটে প্রথম উইকেট গেল বাংলাদেশেরঃ
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলীয় ২৩ রানে ব্যক্তিগত ১০ রানে তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সৌম্য।
প্রথম ইনিংস বিবরণঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে বিশ্বকাপের ইতিহাস বদলাতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই। বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করার যে রেকর্ড আয়ারল্যান্ডের দখলে, সেই রেকর্ড গড়তে তাদের পাড়ি দিতে হয়েছিল ৩২৭ রানের লক্ষ্য।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে বাংলাদেশের বোলারদের বিপক্ষে একটু সতর্ক হয়েই খেলেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ।

তৃতীয় ওভার থেকে খানিকটা হাত খুলে খেললেও ষষ্ঠ ওভারে বাংলাদেশকে বড় সুযোগ দিয়েছিলেন ওয়ার্নার। মাশরাফি বিন মুর্তজাকে ব্যাকওয়ার্ড পয়েন্টকে খেলতে গিয়ে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
কিন্তু সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন সাব্বির রহমান। এরপর ১৪৭ বলে ১৬৬ রান করে আউট হন তিনি। মূলত তাঁর ব্যাটেই বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া।
ওয়ার্নার আউট হওয়ার আগে দলীয় ১২১ রানে ৫৩ রান করা ফিঞ্চকে আউট করেন পার্টটাইমার সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে উসমান খাওয়াজাকে নিয়ে ১৯২ রানের জুটি গড়েন ওয়ার্নার।
বাঁহাতি ওয়ার্নারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সৌম্য। ব্যক্তিগত ১৬৬ রানে তিনি সৌম্যকে উড়িয়ে মারতে গিয়ে শর্ট থার্ড ম্যানে রুবেলের হাতে ধরা পড়ে আউট হন।
সৌম্যর করা ৪৭তম ওভারে দলীয় ৩৫২ রানে উসমান খাওয়াজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাত্র ১০ বলে ৩২ রান তোলা গ্লেন ম্যাক্সওয়েল সাজঘরে ফেরেন। এর তিন বল পর ৮৯ রান করা খাওয়াজাকে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানিয়ে আউট করেন সৌম্য।
পরের ওভারেই নতুন ব্যাটসম্যান স্টিভ স্মিথকে ব্যক্তিগত ১ রানে এলবির ফাঁদে ফেলে আউট করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৯ ওভারে বৃষ্টির উৎপাতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।
বৃষ্টি থামলে আবারও মাঠে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান মার্কুস স্টয়নিস ও অ্যালেক্স ক্যারি। স্টয়নিস ১৭ ও ক্যারি ১১ রান করে অস্ট্রেলিয়াকে ৩৮১ রানে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ৩৮১/৫ (৫০ ওভার)
(ওয়ার্নার ১৬৬, খাওয়াজা ৮৯, ফিঞ্চ ৫৩; সৌম্য ৩/৫৮, মুস্তাফিজ ১/৬৯)
বাংলাদেশঃ ২৩/১ (৪ ওভার)