promotional_ad

অস্ট্রেলিয়া ১৮ - ১ বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই নিয়ে ২১তম বার অজিদের মুখোমুখি হচ্ছে তারা। তবে বিশ্বকাপ ইতিহাসে এটি এখন পর্যন্ত দুই দলেরই তৃতীয় ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে খেলাটি। 


অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচটির আগে দেখে নেয়া যাক কিছু পরিসংখ্যানঃ 


শেষ ১০ ম্যাচঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ১০ ওয়ানডেতেই পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের মুখোমুখি হয়েছিল মাশরাফিরা। তবে সেই ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে ২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলেনি দুই দল। সুতরাং পরিবর্তিত বাংলাদেশের প্রকৃত রূপ এখনও দেখা হয়নি অজিদের। 



promotional_ad

সর্বমোট ম্যাচঃ এখন পর্যন্ত ২০টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। যার মধ্যে ১৮টিতে জয় লাভ করেছে অজিরা এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ১টিতে। সেই জয়টি এসেছিল কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ২০০৫ সালে। বাকি আরেকটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।  


বিশ্বকাপে মুখোমুখিঃ বিশ্বকাপে মাত্র দুইবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথমবারের মতো অজিদের মোকাবেলা করার পর ২০০৭ সালের বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এই দুই ম্যাচেই হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা। ১৯৯৯ সালের আসরে ৭ উইকেটে এবং ২০০৭ সালে ১০ উইকেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ।  


বিশ্বকাপে ব্যক্তিগত পারফর্মেন্সঃ বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের। ১৯৯৯ বিশ্বকাপে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অপরদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর। ১৯৯৯ বিশ্বকাপে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। 


বোলিংয়ের দিক থেকে অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন গ্ল্যান ম্যাকগ্রা। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর বাংলাদেশের হয়ে ৪০ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন এনামুল হক মনি।  



সবমিলিয়ে সেরাঃ বাংলাদেশের বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্টের রান সবথেকে বেশি। অবসরের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৪৪৪ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৫৫.৫০। বাংলাদেশের হয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন রান করেছেন ২৮৯। তাঁর ব্যাটিং গড় ছিল ২৬.২৭। 


এছাড়াও বোলিংয়ের দিক থেকে স্পিনার ব্র্যাড হগ ছিলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি। ৯ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছেন তিনি বাংলাদেশের বিপক্ষে। আর টাইগারদের পক্ষে ১৫ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন পেসার মাশরাফি বিন মুর্তজা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball