বৃষ্টির উৎপাত নটিংহ্যামেও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের ম্যাচটিতে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। নটিংহ্যামের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে।
এরপর দুপুর ১২টার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পূর্বাভাস বলছে ৩টার দিকে আবারও বৃষ্টি নামতে পারে ট্রেন্ট ব্রিজে।

যদিও এরপর বাকি দিন বৃষ্টির উৎপাত থাকছে না বলে দেখা যাচ্ছে রিপোর্টে এরপরেও যদি বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায় তাহলে এক পয়েন্ট করে ভাগাভাগি করবে দুই দল। তবে এক পয়েন্ট করে পেতে ইচ্ছুক নন বাংলাদেশ দলপতি মাশরাফি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমরা এখন যে পরিস্থিতিতে আছি আমার কাছে মনে হয় না যে এক পয়েন্ট আমাদের ক্ষেত্রে খুব একটা সাহায্য করবে। আমি জানি না আসলে, নিশ্চিত না। এখানে দুই পয়েন্ট অনেক পার্থক্য তৈরি করে দেয়। সুতরাং আমি নিশ্চিত না যে এক পয়েন্ট আমাদের সাহায্য করবে। আমি চাইছি যেন ম্যাচটি হোক এবং আর যদি ইতিবাচক চিন্তা করি এটাই হওয়া উচিৎ।'
উল্লেখ্য এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ৪টি ম্যাচ। যা কিনা এক আসরে সর্বোচ্চ ম্যাচ বাতিল হওয়ার রেকর্ড। বৃষ্টি বাঁধায় পড়তে হয়েছে বাংলাদেশকেও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাশরাফিদের।