অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নটিংহ্যামের ট্রেন্টব্রিজে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। এই ম্যাচে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে অনিশ্চয়তায় আছে টিম ম্যানেজমেন্ট।
গত ২৮শে মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পিঠের ইনজুরিতে পড়েছিলেন সাইফউদ্দিন। সেই পুরনো ব্যাথা আবারও বেড়ে যাওয়ায় অজিদের বিপক্ষে আজ নাও খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে তাঁর পরিবর্তে দলে আসতে পারেন পেসার রুবেল হোসেন।
সাইফউদ্দিন ছাড়াও ইনজুরি সমস্যায় ভুগছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ডান কাঁধের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠা এই অলরাউন্ডারকেও সাইড বেঞ্চে বসতে হতে পারে আজ। তাঁর বদলী হিসেবে অন্তর্ভুক্তি ঘটতে পারে সাব্বির রহমানের।

ক্যারিবিয়ানদের বিপক্ষে গত ম্যাচে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলা লিটন কুমার দাসের ওপর আজও নিঃসন্দেহে আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। ফলে টানা দ্বিতীয় ম্যাচে সাইড বেঞ্চে থাকতে হবে মোহাম্মদ মিঠুনকে। এছাড়াও পেসার
বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও অস্ট্রেলিয়া নামতে পারে একাধিক পরিবর্তন নিয়ে। একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন ইনজুরি কাটিয়ে ওঠা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সেক্ষেত্রে শন মার্শকে বসতে হবে। অপরদিকে পেসার কেন রিচার্ডসনের বদলি হিসেবে স্পিনার নাথান লায়ন খেলতে পারেন এই ম্যাচে। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা নাথান কল্টার নাইলের অন্তর্ভুক্তি ঘটতে পারে নটিংহ্যামে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/ সাব্বি রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য)-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, শন মার্শ/মার্কাস স্টয়নিস, গ্ল্যান ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন/ নাথান লায়ন।