promotional_ad

প্রমাণ করার কিছু দেখছেন না মাশরাফি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের প্রমাণ করার কিছু নেই বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, অনেক কাটাযুক্ত পথ পার হয়ে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। সে সময় বাংলাদেশ অনেক কিছুই প্রমাণ করেছে।


এখন বড় বড় দলগুলোর বিপক্ষে কঠিন লড়াই নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নামে টাইগাররা। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে বলে মনে করেন মাশরাফি। 



promotional_ad

'আমি মনে করি না আমাদের অনেক কিছু প্রমাণের আছে। জয় না পাওয়াটা সব সময়ই হতাশার। আপনি অনেক কিছু শিখতে পারবেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোর কাছ থেকে। বিশেষ করে এশিয়ান দেশগুলোর অনেক কিছু শেখার আছে।'


অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের প্রমাণের কিছু না থাকলেও নিজেদের সামর্থ্যের পরীক্ষা নিতে চান মাশরাফি।


৫ ম্যাচে ২ জয়, ২ হারের পাশাপাশি একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ দলের সংগ্রহ এখন ৫ পয়েন্ট। বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ৫ নম্বরে অবস্থান করছে মাশরাফিবাহিনী। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন টাইগার দলপতি।



'নিজেদের প্রমাণ করার জন্য খেলছি যে আমরা আগের থেকে আরো ভালো দল। আর নিজের জাতির জন্য খেলা অনেক বড় একটি বিষয়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আমি আবারও বলবো এই ম্যাচটি জেতা অনেক কঠিন, তবে অসম্ভব নয়। আমরা লড়াই করবো এবং দেখা যাক কী হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball