promotional_ad

রশিদকে আগলে রাখছেন আফগান অধিনায়ক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলিংয়ের লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ফলে সমালোচকদের রোষানলে পড়েছেন তিনি। এই কঠিন সময়ে অধিনায়ক গুলবাদিন নাইবের সমর্থন পাচ্ছেন রশিদ।


আফগান দলপতি নাইব জানিয়েছেন, এমন ঘটনা যে কারও সঙ্গেই ঘটতে পারে। তাই দলের সেরা এই স্পিনারের পারফর্মেন্সে হতাশ নন তিনি। তিনি মনে করিয়ে দিয়েছেন, সবাই জানে রশিদ কতটা ভালো বোলার।


'আমি খুব বেশি হতাশ নই। কারণ রশিদ বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার। সে একজন তারকা খেলোয়াড়। আর হ্যাঁ, এমনটা ঘটে। শুধু রশিদ না, যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা হতে পারে। আর সবাই জানে রশিদ কতটা ভালো বোলার।’



promotional_ad

মঙ্গলবার (১৮ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ৯ ওভারে ১১০ রান দিয়েছেন রশিদ। প্রথম ৫ ওভারে মিতব্যয়ী ছিলেন তিনি। ৫ ওভারে ৩৬ রান দেন এই লেগি। বাকি চার ওভারে তাঁর ওপরে ঝড় বইয়ে দিয়ে ৭৪ রান আদায় করে নেয় ইংল্যান্ড।


ওভার প্রতি ১২.২২ করে রান দিয়েছেন রশিদ। আফগান এই স্পিনার একাই ১১টি ছক্কা হজম করেন। এর মধ্যে ৭টি ছক্কাই মেরেছেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। ইংলিশদের বিপক্ষে বাজে বোলিংয়ে রেকর্ডের পাতায়ও নাম লিখিয়েছেন রশিদ।


এতো দিন বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলার ছিলেন নিউজিল্যান্ডের পেসার মার্টিন স্নেডেন। ১৯৮৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেই ১০৫ রান খরচ করেন তিনি। অবশ্য তিনি ১২ ওভার বোলিং করেছিলেন।


খরুচে থাকায় নিজের বোলিং কোটা পূরণ করেননি রশিদ। আর মাত্র চার রান দিলেই ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে খরুচে বোলার হয়ে যেতেন তিনি।



১১৩ রান দিয়ে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে খরুচে বোলার মিক লুইস। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে এই রান দিয়েছিলেন তিনি। পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুই নম্বরে আছেন রশিদ।


২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াহাব রিয়াজ ১০ ওভারে দিয়েছিলেন ১১০ রান। আফগানিস্তান দলের অধিনায়ক নাইব জানিয়েছেন, এমন বোলিংয়ের পরও রশিদের বোলিং নিয়ে তিনি বেশ খুশি।


'আমি মনে করি, আজকের (মঙ্গলবার) দিনটা তার জন্য ভালো ছিল না। ক্রিকেটে আপনি কখনো ভালো করেন, আবার কখনো এরকম কিছু ঘটে। আমি তাকে নিয়ে খুশি। এটা বড় কিছু নয়।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball