promotional_ad

দুই মাইলফলকে শচিনের সঙ্গী সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলার পথে বেশ কয়েকটি মাইলফলকে নাম লিখিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে দুটি রেকর্ডে ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের সঙ্গী হয়েছেন তিনি।


ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ৯৯ বলে ১২৪ রানের ইনিংস দিয়ে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার চক্র পূরণ করেছেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে সাকিব ছাড়া এই কীর্তি গড়েছেন আরও ৩১ জন ব্যাটসম্যান।


বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছিলেন সাকিব। যদিও ৫০ রান করে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান আসে তাঁর ব্যাট থেকে।



promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষ?? ১২১ রানের ইনিংসের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলে ধারাবাহিকতার অনন্য নজর গড়েছেন সাকিব।


ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার ম্যাচে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার কীর্তি দুইবার আছে কেবল ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। তবে একবার এই কীর্তি গড়ায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার নন সাকিব।


তাঁর আগে ওপেনার তামিম ইকবাল একবার এই কীর্তি গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসটি এবারের বিশ্বকাপে সাকিবের টানা চতুর্থ পঞ্চাশোর্ধ রানের ইনিংস। 


সাকিব ছাড়াও বিশ্বকাপে টানা চার ম্যাচে পঞ্চাশোর্ধ রানের ইনিংস আছে আরও তিনজন ব্যাটসম্যানের। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৯৮৭ বিশ্বকাপে এই কীর্তি গড়েন ভারতের সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধু।



এরপর ১৯৯৬ সালের বিশ্বকাপে তারই স্বদেশী শচিন টেন্ডুলকার নাম লেখান এই তালিকায়। ২০০৭ বিশ্বকাপে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই ক্লাবে যোগ দেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।


বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড আছে কেবল অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। এবার তাঁর সঙ্গী হওয়ার অপেক্ষায় বাংলাদেশ প্রাণ ভোমরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball