promotional_ad

ম্যানচেস্টারে মারামারিতে জড়িয়েছেন আফগান ক্রিকেটাররা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন রেস্টুরেন্টে মারামারি করেছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। সোমবার ম্যানচেষ্টারে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় পুলিশকেও ডাকা হয়েছিল সেদিন, বিবিসির একটি সূত্রের মাধ্যমে জানা গেছে।


আফগানিস্তানের কোন ক্রিকেটাররা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সেই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।



promotional_ad

সোমবার রাত ১১টা ১৫মিনিটের দিকে এমন ঘটনা ঘটে। রেস্টুরেন্টে আফগান ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন কয়েকজন ভক্ত।


কিন্তু ক্রিকেটাররা রাজি না হওয়ায় শুরু হয় বাকবিতন্ড। কথাকাটাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় দুই গ্রুপের মাঝে। এরপর স্থানীয় পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করে।


এই ঘটনার পরের দিন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে লজ্জায় ডুবেছে আফগানিস্তান। ইংলিশ দলপতি ইয়ন মরগানের এক ইনিংসে রেকর্ড ছক্কা (১৭) হাঁকানোর দিনে ইংলিশরা ৩৯৭ রানের পুঁজি পায় স্কোরবোর্ডে। 



বিশ্বকাপে বল হাতে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড গড়েন রশিদ খান। ৯ ওভারে বিনা উইকেটে ১১০ রান খরচ করেন তিনি। জবাবে মাত্র ২৪৭ রান তুলতে সক্ষম হয় আফগানরা। ১৫০ রানের জয় পায় ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball