দলের দুঃসময়ই দ্রুত ফিট করেছে এনগিডিকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি। যে কারণে পরের তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে প্রোটিয়া শিবিরে আশার খবর, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন এই পেসার।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বুধবার মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচে মাত্র একটি জয়ের দেখা পাওয়া প্রোটিয়াদের জন্য নিজের সেরাটা দিতে অনুশীলনে নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন এনগিডি।

'আমি শতভাগ ফিট, ফিটনেস পরীক্ষার অপেক্ষায় আছি। নিজের শতভাগ দিয়ে বোলিং না করতে পারলে আপনি কখনও ম্যাচ খেলার জন্য ফিট নন। চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করার। আশা করছি ম্যাচের মধ্যে এর ফলাফল দেখতে পারবেন।' বলেন এনগিডি।
সাইড বেঞ্চে বসেই দলের বাজে পারফর্মেন্স দেখতে হয়েছে এনগিডিকে। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে পারেননি। তবে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয় প্রোটিয়াদের আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরিয়েছে।
'বিশ্বকাপে খেলতে পারছি না, বিষয়টি মেনে নেয়া অত্যন্ত কঠিন ছিল আমার জন্য। ইনজুরি কখনই আপনার জন্য ভালো কিছু নিয়ে আসে না। টিম ম্যানেজম্যান্ট অনেক সাহস দিয়েছে এবং সাহায্য করেছে।
মাঠের বাইরে ছিলাম অনেক দিন, খেলতে না পেরে হতাশ লাগছিল, সঙ্গে দলও নিজেদের সেরাটা দিতে পারছিল না। নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি সব সময়।' যোগ করেন এনগিডি।
বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। টানা তিন ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়। এরপর আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও সেমিফাইনালের টিকিট পেতে বন্ধুর পথ পাড়ি দিতে হবে ফাফ ডু প্লেসির দলকে।