সমালোচনার জবাব দিতে চান হোপ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ধীরস্থির ব্যাটিং করে সমালোচনার মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান শেই হোপ। টাইগারদের বিপক্ষে ম্যাচ শেষে এই ক্যারিবিয় ব্যাটসম্যান জানিয়েছেন, নিজের স্ট্রাইক রেট উন্নতি করতে চান তিনি। কারণ হেরে যাওয়া এই ম্যাচে তার ব্যাটিং নিয়ে করা সমালোচনা সহজে হজম করতে পারেননি তিনি।
বাংলাদেশের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন হোপ। ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি উইকেটে থিতু হয়ে শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলেন। তবে সেই পরিকল্পনায় সফল না হতে পেরে হতাশ তিনি।

'আমি যখন ক্রিজে পা রাখি, যতটা সম্ভব লম্বা সময় ব্যাটিং করতে চাই। কেউই অন্য কারোর জন্য শেষ ওভার ছেড়ে আসতে চায় না, আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি এটার (স্ট্রাইক রেট) অনেক উন্নতি করতে পারি।'
চলমান বিশ্বকাপের শুরু থেকেই ইনিংসের মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ইনিংসের শেষ দিকে প্রায়ই চাপের মধ্যে পড়ে যাচ্ছে দলটি। এই সমস্যা থেকে মুক্তি পেতে ইনিংসের অবস্থা বুঝে সতীর্থদের খেলার পরামর্শ দিয়েছেন তিনি।
বিশেষ করে ইনিংসের শেষের দিকে রানের চাকা সচল রাখার জন্য সতীর্থদের সতর্ক করেছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান, 'আমি মনে করি এটা আমাদের জন্য একটি কঠিন জায়গা যে, মিডল ওভারে উইকেট হারাচ্ছি এবং শেষ দিকে আমাদের ওপর কিছুটা চাপ পড়ছে। বলার অপেক্ষা রাখে না আমাদের ইনিংস ধরে রাখতে হবে এবং যতটা সম্ভব রান করতে হবে। বিশেষ করে শেষের দিকে।'