promotional_ad

শীর্ষ তালিকায় থাকার মজা পাচ্ছেন সাইফউদ্দিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।


তাঁর অবস্থান এখন পাঁচ নম্বরে। ৪ ম্যাচ খেলে এখন পর্যন্ত তিনি নিয়েছেন ৯টি উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত না হলে এই তালিকায় আরও উপরের দিকে থাকতে পারতেন তিনি।



promotional_ad

তালিকার শীর্ষে আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। বিশ্বকাপের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে চলা আমিরের শিকার ১৩ উইকেট। চার ম্যাচ খেলা বাঁহাতি এই পেসারের ইকোনোমিও বলার মতো (৪.৭২)।


আমিরের চেয়ে এক ম্যাচ বেশি খেলে দুই নম্বরে আছেন অজি পেসার মিচেল স্টার্ক। ৫ ম্যাচ খেলে ৫.৪ ইকোনোমিতে সমান ১৩ উইকেট শিকার করেছেন তিনি। সমান সংখ্যক ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে তিন নম্বরে আরেক অজি পেসার প্যাট কামিন্স।


তাঁর বোলিংও বেশ নিয়ন্ত্রিত। ৪.৪৮ ইকোনোমিতে এই অবস্থানে আছেন কামিন্স। ইংলিশ পেসার জফরা আর্চার ৪ ম্যাচে ৪.৭৩ ইকোনোমিতে ৯ উইকেট শিকার করে আছেন চার নম্বরে।



সমান সংখ্যক ম্যাচে ৯ উইকেট নিয়ে পাঁচ নম্বরে সাইফউদ্দিন। যদিও শীর্ষ পাঁচ বোলারের মধ্যে তিনিই সবচেয়ে খরুচে। ওভার প্রতি তিনি রান দিয়েছেন ৭.২৯।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball