উড়ন্ত ইংল্যান্ডের মুখোমুখি তলানিতে থাকা আফগানরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের এবারের আসরে টিকে থাকার লক্ষ্যে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
ইংল্যান্ড ও আফগানিস্তান দুই দলই বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে। ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে, ৪ ম্যাচে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি আফগানিস্তান।
ফলে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে গুলবাদিন নাইবের দল। এই ম্যাচে মাঠে নামার আগে স্বস্তিতে নেই ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া গত ম্যাচে পিঠের সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
একই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন দলটির ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়। এরপর মাঠে নামতেও পারেননি তিনি। ফলে তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তাঁর। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি খেলতে পারছেন না।

রয়ের না থাকা প্রসঙ্গে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাঁরা জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় হ্যামস্ট্রিং ই???জুরিতে আক্রান্ত হন।
শনিবার লন্ডনে তার এমআরআই করা হয়েছে। স্ক্যান রিপোর্টে তার হ্যামস্ট্রিংয়ে যে ধরনের চোট ধরা পড়েঠে তাতে এই সপ্তাহটা অন্তত বিশ্রামে থাকতে হবে। যে কারনে ১৮ ও ২২ জুন পরবর্তী দুটি ম্যাচে তাকে দলে পাচ্ছেনা স্বাগতিক ইংল্যান্ড।’
আফগানিস্তানের বিপক্ষে অবশ্য মাঠে নামতে আত্মবিশ্বাসী মরগান। মরগান খেলতে না পারলে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। আফগানদের বিপক্ষে ইংল্যান্ড দলে ফিরতে পারেন টম কারান ও মঈন আলী।
এদিকে, বিশ্বকাপের শুরু থেকেই আফগানিস্তানের বড় দুশ্চিন্তা ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে ৬২ রান থেকে ১২৫ রানে অল আউট হয়ে গিয়েছিল আফগানরা। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা থাকবে আফগানদের।
ইংল্যান্ড (সম্ভাব্য একাদশ):
জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার (উইকেটরক্ষক/ অধিনায়ক), বেন স্টোকস, টম কারান, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জফরা আর্চার।
আফগানিস্তান (সম্ভাব্য একাদশ):
হামিদ হাসান, আসগর আফগান, মোহাম্মদ নবী, নূর আলী জাদরান, আফতাব আলম, গুলবাদিন নাইব (অধিনায়ক), হাসমতুল্লাহ শহীদি, রহমত শাহ, রশীদ খান, ইকরাম আলী (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই।