বাংলাদেশ বন্দনায় হার্শা ভোগলে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের বিশাল জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটের রথী মহারথীরা। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও এর ব্যতিক্রম নন।
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ শেষে একের পর এক টুইট বার্তায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি। হার্শার মতে বাংলাদেশ দল যে মানের ক্রিকেট খেলেছে এই মনোভাবটা পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য।
'বাংলাদেশ ভালো মানের একটি দল এবং এই মনোভাব নিয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। শর্ট পিচ বোলিংয়ের বিপক্ষে লড়াই করে তাঁরা জয়ের দিকে ধাবিত হয়েছে। প্রত্যাশিত ভাবেই ভালো ম্যাচ ছিল।'

লিটন দাসকে নিয়ে চতুর্থ উইকেটে এবারের বিশ্বকাপের রেকর্ড ১৮৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় জয় পেতে সাহায্য করেছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ১২৪ রানের অপরাজিত ইনিংস।
লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৯৪ রানের অপরাজিত ইনিংস। বাংলাদেশের এই শক্তিশালী ব্যাটিং প্রদর্শনীতে মুগ্ধ হার্শা। তিনি বাংলাদেশের এই পারফর্মেন্স গভীর ভাবে পর্যবেক্ষণ করেছেন বলেও জানিয়েছেন।
'আমার দেখা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং পারফর্মেন্স ছিল এটা এবং আমি এটা গভীর ভাবে পর্যবেক্ষণ করেছি।'