বিশ্বসেরা সাকিব, আরও একবার প্রমাণিতঃ জোন্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক অস্ত্রেলিয়ান ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ডিন জোন্স মনে করেন সাকিব আল হাসান কেন বিশ্বসেরা সেটা আবারও প্রমাণ করেছেন তিনি।
সোমবার উইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে ৭ উইকেটের বড় জয় পাইয়ে দিয়েছেন সাকিব। এর পরই এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন জোন্স।

'সাকিব কেন বিশ্বসেরা এটা সে আবারও প্রমাণ করেছে, বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান সে... বিশ্বকাপে অনেক দূর যাবে সে।'
বিশ্বকাপ শুরুর আগেই ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান আবারও দখল করেছেন এই টাইগার অলরাউন্ডার। এরপর, বিশ্বকাপের শুরু থেকেই রানের মধ্যে আছেন তিনি।
মাত্র চার ম্যাচ খেলে ৩৮৪ রান সংগ্রহ করে এই বিশ্ব আসরের সর্বাধিক রান সংগ্রাহক তিনি। ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত না হলে প্রতিদ্বন্দ্বী অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা কিংবা জো রুটের সঙ্গে ব্যবধানটা নিঃসন্দেহে বাড়িয়ে নিতে পারতেন সাকিব।
যদিও চার ম্যাচ খেলেই সাকিবের গড় ১০০-এর ওপরে! তাছাড়া বল হাতেও দলের জন্য নিয়মিত অবদান রাখছেন তিনি। তাই জোন্সের বিশ্বাস এবারের বিশ্বকাপে অনেক দূর যাবেন সাকিব।