বিশ্বকাপের কিংবদন্তিদের পাশে সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্?? রিপোর্ট ||
বিশ্বকাপের এবারের আসরে টানা চার ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলে অনন্য নজির গড়েছেন সাকিব আল হাসান। এর ফলে দারুণ এক রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশ অলরাউন্ডারের।
বিশ্বকাপে নিজের প্রথম চার ইনিংসে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড ছিল মাত্র তিনজন ক্রিকেটারের। এবার সেই তালিকায় নিজের নাম লিখিয়েছেন সাকিব।

সাকিবের আগে এই কীর্তি ছিল ভারতীয় ক্রিকেটার নবজ্যোত সিং সিধু, শচীন টেন্ডুলকার ও গ্রায়েম স্মিথের। ১৯৮৭ সালের বিশ্বকাপে এই কীর্তি প্রথম গড়েন সিধু।
এরপর ১৯৯৬ সালের বিশ্বকাপে তারই স্বদেশী শচীন টেন্ডুলকার নাম লেখান তাঁর সঙ্গে। ২০০৭ বিশ্বকাপে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই ক্লাবে যোগ দেন প্রোটিয়া তারকা গ্রায়েম স্মিথ।
এবার সেই সাবেক তারকাদের সাথে নিজের নাম তুলেছেন সাকিব। বিশ্বকাপে টানা চার অর্ধশতক হাঁকালেও ওয়ানডেতে সাকিবের এটি টানা পঞ্চম অর্ধশতক।
এর আগে টানা পাঁচ ওয়ানডেতে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড ছিল কেবল ওপেনার তামিম ইকবালের। এবার তামিমের সঙ্গী হলেন সাকিব। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।