সমীকরণ পাল্টে দিবে বাংলাদেশ, বিশ্বাস মাশরাফির

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে বাংলাদেশ দলের। বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্মেন্স করে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সমীকরণ পাল্টে দেয়া সম্ভব বলে বিশ্বাস মাশরাফি বিন মর্তুজার।
টাইগার অধিনায়ক একটি একটি ম্যাচ করে খেলার পরিকল্পনা হাতে নিয়েছেন। বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে, বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর বিকল্প দেখছেন না মাশরাফি।

'এখনও আমাদের হাতে পাঁচটি ম্যাচ রয়েছে। এই মুহূর্তে আমরা একটি একটি ম্যাচ করে নিচ্ছি এবং আমরা যদি সত্যিই পারফর্ম করি এই বিশ্বকাপে, আমাদের এটা করে দেখাতে হবে। আপনি বলতে পারবেন না এই ম্যাচে জিতবেনই। আপনি যদি হারেন তাহলে পরবর্তী ম্যাচে পিছিয়ে পড়বেন। এটা বিশ্বকাপ এবং সব ম্যাচেই আপনাকে পারফর্ম করতে হবে। কিছু ম্যাচ এখনও কিছু ম্যাচ বাকি আছে, আমি বিশ্বাস করছি, আমরা পার্থক্য গড়ে দিতে পারবো।'
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ চমক দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে এর উল্টো পিঠটাও দেখা হয়ে গেছে টাইগারদের।
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে, কঠিন সমীকরণের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। ফলে, বাকি ম্যাচগুলো হয়ে দাঁড়িয়েছে বাঁচা মরার লড়াই। মাশরাফির মতে, বাংলাদেশের ক্ষতি হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে।
সেই ম্যাচে আগে ব্যাট করে ২৪৪ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ঘাম ঝরিয়ে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। জয়ের সুযোগ পেয়েও, হাতছাড়া করায় হতাশ মাশরাফি।
'আমাদের এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে। তাই কেউ জানেনা কি হবে। আমাদের এই পাঁচটি ম্যাচ নিয়ে চিন্তার কিছু নেই। কালকের ম্যাচটি গুরুত্ব পূর্ণ। আমাদের একটি, একটি ম্যাচ করে খেলতে হবে। আপনি যদি পূর্বের কিছু জিনিস মূল্যায়ন করেন, বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে হারটি। এটা আমাদের জন্য কিছুটা ক্ষতি হয়েছে।'