ওয়েস্ট ইন্ডিজ হোক বাংলাদেশের অস্বস্তি, চাওয়া লয়েডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার ম্যাচটিকে দুই দলের জন্য বাঁচা মরার লড়াই হিসেবে দেখছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ক্লাইভ লয়েড। সাম্প্রতিক পারফর্মেন্সের কারণে উইন্ডিজের বিপক্ষে খেলার আগে বেশ স্বস্তিতেই আছে বাংলাদেশ। এই কিংবদন্তীর চাওয়া বাংলাদেশের অস্বস্তি হয়ে দাঁড়াক ক্যারিবিয়ানরা।
গত দেড় বছরে উইন্ডিজকে তিনটি সিরিজে হারিয়েছে টাইগাররা। সবশেষ, আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় তাদের হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। তাই তিনি মনে করেন বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়ানো উচিত উইন্ডিজের।
'এটা দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই। নিজেদের খেলা নিয়ে বাংলাদেশ দল দারুণ স্বস্তিতে আছে। ওয়েস্ট ইন্ডিজকে ঘুরে দাঁড়াতে হবে এবং গণায় ধরার মতো পারফর্ম করতে হবে।'

লয়েডের বিশ্বাস উইন্ডিজ দল সামনের সব বাঁধাকে টপকে সামনে এগিয়ে যেতে পারবে। পরাজয়কে স্বাভাবিক ব্যাপার গণ্য করে লয়েডের ভাষ্য,
‘টুর্নামেন্টে কোনো ম্যাচে পরাজয় আসতেই পারে। এমনকি বাজে দিনও আসতে পারে। তবে আমাদের আশা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ যেন তাদের পথের সব বাঁধা দূর করে সামনে এগিয়ে যায়।'
চার ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ পয়েন্ট টেবিলে ৬ নম্বরে আছে উইন্ডিজ। লয়েড মনে করেন সেমিফাইনালে জায়গা করে নেয়ার জন্য একটি দলের ১১ পয়েন্টই যথেষ্ঠ। তবে, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচকে গুরুত্ব সহকারে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
'সেমিফাইনালে জায়গা করে নেয়ার জন্য, ১১ পয়েন্ট একটি দলের জন্য যথেষ্ঠ এবং ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রাখতে হবে। তাই এখন না হলে আর কখনও নয়।’
চার ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে উইন্ডিজ। ফলে গ্রুপ পর্বের প্রায় প্রতিটি ম্যাচেও জিততে হবে উইন্ডিজকে। তাহলেই কেবল দলটির সেমিফাইনালে জায়গা করে নেয়া সম্ভব বলে মনে করেন লয়েড। তবে এজন্য নিজদের ব্যাটিং পারফর্মেন্সের উন্নতি করতে হবে জেসন হোল্ডারের দলকে।
‘সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এখন গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই তাদের জিততে হবে এখন থেকে। তাহলেই কেবল তাঁরা সেমিফাইনালে জায়গা করে নিতে পারে। এখন পর্যন্ত টুর্নামেন্টে তাঁরা খুব বাজে ব্যাটিং দেখিয়েছে।'