র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ বাংলাদেশের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের এবারের আসরে টানা দুই ম্যাচ হেরে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ দল। তবে, বাংলাদেশের উপরে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও পুরনো জায়গায় ফেরার সুযোগ রয়েছে টাইগারদের।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। ৮৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

তাদের যেকোনো ব্যবধানে হারাতে পারলেই র্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে আসবে মাশরাফি বিন মর্তুজার দল। ম্যাচ জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৮৬।
আর বাংলাদেশের বিপক্ষে হারের ফলে উইন্ডিজের পয়েন্ট দাঁড়াবে ৮৫। ১ রেটিং পয়েন্ট হারিয়ে ৮ নম্বর অবস্থানে নেমে যাবে জেসন হোল্ডারের দল।
বিশ্বকাপের শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। উইন্ডিজ দলও এই ম্যাচে জয় চাইবে। ৪ ম্যাচ খেলে বাংলাদেশ ও উইন্ডিজের পয়েন্ট সমান ৩।
দুই দলই একটি করে জয়, ২টি হারের স্বাদ পেয়েছে। বৃষ্টির কারণে দুই দলেরই একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সোমবার টনটনে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে সাকিব-তামিমরা।