আফগানিস্তানকে হারিয়ে প্রোটিয়াদের প্রথম জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায় আফগানদের ইনিংস।
জবাবে ১৯.২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ফাফ ডু প্লেসির দল। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪৮ ওভারে। বৃষ্টি আইনে তাদের লক্ষ্য দাঁড়িয়েছিল ১২৭ রান।
ছোটো লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ১০৪ রান যোগ করেন দুই পোটিয়া ওপেনার হাসিম আমলা ও কুইন্টন ডি কক। ৬৮ রান করা ডি কককে মোহাম্মদ নবীর ক্যাচ বানিয়ে আউট করেছেন গুলবাদিন নাইব।
এরপর বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন আমলা ও ফেহলুকায়ো। শেষ পর্যন্ত আমলা ৪১ ও ফেহলুকায়ো ১৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও নুর আলি জাদরান দারুণ শুরু এনে দেন আফগানদের। এই দুজনে যোগ করেন ৩৯ রান।

২৩ বলে ২২ রান করে জাজাই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার শিকার হলে এই জুটি ভাঙে। আরেক ওপেনার নুর আলী ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন।
এরপর ৯ নম্বরে নেমে রশিদ খান ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে আউট হন। এছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে ৩৪.১ ওভারেই ১২৫ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।
আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ফলে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ২৯ রান খরচায় ৪ উইকেট নেন এই স্পিনার।
এছাড়া মাত্র ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন ক্রিস মরিস। ২টি উইকেট নেনে আন্দিলে ফেহলুকায়ো। ১টি উইকেট গেছে কাগিসো রাবাদার ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৩৪.১ ওভারে ১২৫ (জাজাই ২২, জাদরান ৩২, রহমত ৬, শাহিদি ৮, আসগর ০, নবি ১, ইকরাম ৯, নাইব ৫, রশিদ ৩৫, হামিদ ০, আফতাব ০*; রাবাদা ৮-১-৩৬-১, হেনড্রিক্স ৫-১-২৫-০, ফেহলুকায়ো ৮-১-১৮-২, মরিস ৬.১-২-১৩-৩, ইমরান ৭-০-২৯-৪)
দক্ষিণ আফ্রিকা: (লক্ষ্য ৪৮ ওভারে ১২৭) ২৮.৪ ওভারে ১৩১/১ (আমলা ৪১*, ডি কক ৬৮, ফেহলুকায়ো ১৭*; আফাতাব ৫-১-১৬-০, হামিদ ৪-১-১১-০, রশিদ ৭-০-৪৫-০, নাইব ৬-০-২৯-১, নবি ৬.৪-০-২৯-০)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইমরান তাহির