promotional_ad

আফগানিস্তানকে হারিয়ে প্রোটিয়াদের প্রথম জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

| ডেস্ক রিপোর্ট || 


আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায় আফগানদের ইনিংস।


জবাবে ১৯.২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ফাফ ডু প্লেসির দল। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪৮ ওভারে। বৃষ্টি আইনে তাদের লক্ষ্য দাঁড়িয়েছিল ১২৭ রান।


ছোটো লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ১০৪ রান যোগ করেন দুই পোটিয়া ওপেনার হাসিম আমলা ও কুইন্টন ডি কক। ৬৮ রান করা ডি কককে মোহাম্মদ নবীর ক্যাচ বানিয়ে আউট করেছেন গুলবাদিন নাইব।


এরপর বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন আমলা ও ফেহলুকায়ো। শেষ পর্যন্ত আমলা ৪১ ও ফেহলুকায়ো ১৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও নুর আলি জাদরান দারুণ শুরু এনে দেন আফগানদের। এই দুজনে যোগ করেন ৩৯ রান।



promotional_ad

২৩ বলে ২২ রান করে জাজাই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার শিকার হলে এই জুটি ভাঙে। আরেক ওপেনার নুর আলী ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন।


এরপর ৯ নম্বরে নেমে রশিদ খান ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে আউট হন। এছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে ৩৪.১ ওভারেই ১২৫ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।


আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ফলে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ২৯ রান খরচায় ৪ উইকেট নেন এই স্পিনার।


এছাড়া মাত্র ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন ক্রিস মরিস। ২টি উইকেট নেনে আন্দিলে ফেহলুকায়ো। ১টি উইকেট গেছে কাগিসো রাবাদার ঝুলিতে।


সংক্ষিপ্ত স্কোর:


আফগানিস্তান: ৩৪.১ ওভারে ১২৫ (জাজাই ২২, জাদরান ৩২, রহমত ৬, শাহিদি ৮, আসগর ০, নবি ১, ইকরাম ৯, নাইব ৫, রশিদ ৩৫, হামিদ ০, আফতাব ০*; রাবাদা ৮-১-৩৬-১, হেনড্রিক্স ৫-১-২৫-০, ফেহলুকায়ো ৮-১-১৮-২, মরিস ৬.১-২-১৩-৩, ইমরান ৭-০-২৯-৪)



দক্ষিণ আফ্রিকা: (লক্ষ্য ৪৮ ওভারে ১২৭) ২৮.৪ ওভারে ১৩১/১ (আমলা ৪১*, ডি কক ৬৮, ফেহলুকায়ো ১৭*; আফাতাব ৫-১-১৬-০, হামিদ ৪-১-১১-০, রশিদ ৭-০-৪৫-০, নাইব ৬-০-২৯-১, নবি ৬.৪-০-২৯-০)


ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী


ম্যান অব দা ম্যাচ: ইমরান তাহির



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball