দিনের সেরাঃ অ্যারন ফিঞ্চ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপের এবারের আসরে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩৪৩ রান নিয়ে তিনি এখন সবার উপরে।
লঙ্কানদের বিপক্ষে ফিঞ্চের ১৫৩ রানের ইনিংসটি এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তিনি ১৩২ বলে ১৫ চার ও ৫ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস।
টসে হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটে সবধানী ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। তাদের প্রথম উইকেটের পতন হয় দলীয় ৮০ রানের মাথায়।

ব্যক্তিগত ২৬ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হয়ে ফেরেন ওয়ার্নার। ওয়ান ডাউনে নামা উসমান খাজাও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ক ফিঞ্চকে।
ব্যক্তিগত ১০ রানে ধনঞ্জয়া ডি সিলভার দ্বিতীয় শিকার হন তিনি। তবে ফিঞ্চের সঙ্গে দারুণ এক জুট গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন স্টিভ স্মিথ।
তৃতীয় উইকেটে এই দুজনে যোগ গড়েছেন ১৭৩ রানের বড় জুটি। ব্যক্তিগত ১৫৩ রানে ইসুরু উদানার বলে করুনারত্নেকে ক্যাচ দিয়ে ফেরেন ফিঞ্চ। এরপর স্মিথও আউট হয়ে যান ৭৩ রান করে।
এই দুজনের ফেরার পর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারালেও ৩৩৪ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া। বড় লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ২৪৭ রানে অল আউট হয়।
ফলে ৮৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন ফিঞ্চ।