উইন্ডিজের শর্ট বল মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শর্ট বলে প্রতিপক্ষকে কাবু করে বিশ্বকাপের এবারের আসরে চমক দেখিয়েছে উইন্ডিজ। সোমবার সেই উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। টাইগার ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন উইন্ডিজের বোলারদের শর্ট অফ লেন্থ বল মোকাবেলা করতে প্রস্তুত বাংলাদেশ।
তাছাড়া, ওশানে থমাস ও শেলডন কটরেলদের বাজে বলকে শাসন করতেও তৈরি টাইগাররা। এই কারণে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কঠোর পরিশ্রম করেছে বলেও জানিয়েছেন তামিম।
'আমাদের মনে থাকতে হবে যে শর্ট বলের পাশাপাশি রান করার মতো বলও ওরা দেয়। কালকের ম্যাচেও যদি দেখেন ওরা অনেক বল দিয়েছে যেখানে রান করা যায়। আমাদের দুইটার জন্যই প্রস্তুতি নিতে হবে। একারণেই আমরা কঠোর পরিশ্রমের চেষ্টা করছি। যেন এগুলো দেখে আমরা অবাক না হই।'

উইন্ডিজের সামর্থ্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে বাংলাদেশের। এমনটাই বিশ্বাস তামিমের। ক্যারিবিয়ানরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই নির্দিষ্ট ছক তৈরি করে নিজেদের পরিকল্পনা সাজায় বলেই ধারণা এই ওপেনারের। তাই এটা মাথায় রেখেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ দল।
'যেকোনো ম্যাচের আগে আপনি চেষ্টা করবেন যে প্রতিপক্ষ যে বিষয়ে লক্ষ্য করে আপনার দিকে এগিয়ে যায়, সেই দিকে মনোযোগ দিতে। সাধারণত বেশিরভাগ খেলার মধ্যেই এই লক্ষ্য ওরা করে। উইন্ডিজ প্রথম ১০-১৫ ওভারে যে কারো সাথেই এমন করে, ??েটা হোক অস্ট্রেলিয়া, শ্রীলংকা বা বাংলদেশ। পাকিস্তানের সাথেও দেখলাম। এই জিনিসের উপরে ওরা বেশি জোর দেয়।'
গত ১ বছরে বেশ কয়েকটি সিরিজে উইন্ডিজের মোকাবেলা করেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ত্রিদেশীয় সিরিজে তাদের হারিয়েই শিরোপা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ।
তাই ক্যারিবিয়ান বোলারদের সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে বাংলাদেশের। তবে, বিশ্বকাপে তাঁরা ভিন্ন পরিকল্পনা দিয়ে নিজেদের সাজাচ্ছে বলেই মনে করেন তামিম। তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি।
'ওদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন- ওদের নিয়ে তো ধারণা আছেই। আমার কাছে একটি বিষয় আলাদা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, তা হচ্ছে ওদের পরিকল্পনা। আয়ারল্যান্ড বা উইন্ডিজে আমরা যখন খেলেছি, ওরা এখন যে পরিকল্পনায় আছে সেই পরিকল্পনায় ওরা ছিল না। এটাই একটু আলাদা। আমাদের এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আর সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে।'