দলে প্রয়োজন মেটানোর মতো বিগ হিটার আছেঃ তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে মাঠের আকৃতি নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। দলে বিগ হিটার থাকলে মাঠের আয়তন কোনো বিষয় নয় বলেই বিশ্বাস তাঁর। বাংলাদেশ দলে প্রয়োজন মেটানোর মতো বিগ হিটার আছে বলেই মনে করেন তিনি।
মূলত সৌম্য-সাব্বিরদের দিকেই ইঙ্গিত করেছেন তিনি। ফর্মে না থাকলে ছোটো মাঠও ব্যাটসম্যানদের কাছে বড় মনে হতে পারে। অন্যদিকে, ফর্মে থাকলে যেকোনো ছক্কার মারই ছক্কা হয়ে যায় বলে ধারণা এই টাইগার ওপেনারের।

'ওইরকম যদি সুযোগ আসে তাহলে। আমাদের দলে হয়তো অতো বিগ হিটার নেই। কিন্তু যতটুকু দরকার ততটুকু আছে। দেখা যাক।'
'আমার কাছে মনে হয় যে অনেক সময় অনেক বড় মাঠও ছোটো হয়ে যায়, আবার অনেক ছোটো মাঠও বড় হয়ে যায়, যদি আপনি সঠিক ফর্মে থাকেন বা না থাকেন। এটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা জানি যে ওদের পাওয়ার হিটার আছে,' তামিম যোগ করেছেন।
উইন্ডিজ দলে ক্রিস গেইল, শেই হোপ ও আন্দ্রে রাসেলের মতো বিগ হিটার আছেন। যারা অনায়াসে যেকোনো বল মাঠের বাইরে আছড়ে ফেলতে পারেন। যদিও তাদের নিয়ে ভাবছেন না তামিম।
নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই বেশি নজর এই ওপেনারের। মাঠের আয়োতন নিজেদের হাতে না থাকলেও, নিজেদের পারফর্মেন্স নিয়েই ভাবতে চান তামিম।
'ওরা যখন ছয় মারে সেটা যেকোনো মাঠেই ছয় হয়ে যায়, যতোই ছোটো বা বড় হোক না কেন। এসব না ভেবে যে পরিকল্পনা আমাদের দেওয়া হবে, আমরা যদি ওটাতেই থাকি তাহলে সেটা ভালো হবে আমাদের জন্য। মাঠ ছোটো না বড় এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটা নিয়ে ভাবলে ভালো আরকি।'