promotional_ad

মাশরাফির আরও সম্মান প্রাপ্যঃ তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজার পারফর্মেন্স নিয়ে তুমুল সমালোচনা চলছে। টাইগার অধিনায়কের সমালোচনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তিনি মনে করেন মাশরাফির আরও বেশি সম্মান প্রাপ্য।


বিদেশী সাংবাদিক যারা মাশরাফির সমালোচনা করছেন, তাঁরা কি করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই দেশ সেরা ওপেনার। বাংলাদেশ দলপতির সমালোচনা করার আগে তাঁর অবদান নিয়ে চিন্তা করার পরামর্শ দিয়েছেন তামিম।


'তিনি যে সম্মান পাচ্ছেন তাঁর থেকে অনেক বেশি তাঁকে দেওয়া উচিত। দেশের বাইরের অনেক ক্রিকেটার তাঁকে নিয়ে বলছেন, এগুলো নিয়ে আমি ভাবছি না। বিদেশি সাবেক ক্রিকেটার যারা বলছেন তাঁরা নিজেদের জীবনে কি করেছেন? তবে দেশের মানুষের কথা বলার আগে বোঝা উচিত উনারা কাকে নিয়ে বলছেন। লোকটা দেশের ক্রিকেটকে ১৫-১৬ বছর ধরে কি দিয়েছে।'



promotional_ad

'আপনি ভালো খেলবেন বা খারাপ। আপনি ভালো খেললেই যে সাথে থাকবেন এটা কথা না, আপনি খারাপ খেললেও সাথে থাকবেন। আর এরকম মহাযজ্ঞে সব ক্রিকেটার ভালো খেলবে না। এমনকি যে দল চ্যাম্পিয়ন হবে তাঁদেরও দেখবেন ১১ জন ভালো খেলবে না। আমি জানি না কি লিখা হচ্ছে। তবে কিছুটা জানি। আমি বলব, এগুলো লিখার আগে উনার অবদান নিয়ে চিন্তা করা উচিত মানুষের,' যোগ করেছেন তামিম।


বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬৮ রান খরচায় ১টি উইকেট নিয়েছিলেন মাশরাফি। ফিরিয়েছিলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। পাঁচ ম্যাচ পর এটিই মাশরাফির একমাত্র উইকেট।


মূলত এই পারফর্মেন্সের কারণে সমালোচকরা মাশরাফির পেছনে লেগেছেন। তামিম মনে করেন মাশরাফি যদি এখন আনফিট হন। গত ১০ বছর আগেও তিনি আনফিট ছিলেন। এই বিষয়ে যুক্তি টানতে মাশরাফির দুই পায়ের উদাহরণ টেনেছেন তিনি।


'কথাটা বলে কারা। এটা দেখা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার কথা বাদ দিলাম। মাশরাফি ভাইয়ের কথা যদি বলি, আমি একটা সাক্ষাতকারেও এর আগে বলেছি, যারা এসব বলে বা লিখে তাঁরা এসব বলা বা লিখার আগে দুই মিনিট যদি চিন্তা করে যে আমরা কাদের নিয়ে লিখছি বা তাঁরা কি করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য শেষ ১৫-১৬ বছর ধরে। এখন তাঁকে যদি আনফিট বলতে হয়, সে দশ বছর ধরেই আনফিট।'



'তাঁর পা দুটো কোনও সময়েই ভালো ছিল না। সে দশ বছর ধরেই আনফিট। তখন কিন্তু ব্যাপারটা আমরা আবেগের সঙ্গে দেখেছি। এখন একটু ১৯-২০ হচ্ছে দেখে আমরা এটাকে অনেক বড় করে দেখছি। এমন একজন ব্যক্তির ব্যাপারে আমরা কথা বলছি, যার হাত ধরেই এখানে আসা। এটা খুবই দুর্ভাগ্যজনক যে যাকে নিয়ে আমরা কথা বলছি সে ১৫-১৬ বছর ধরে দেশের ক্রিকেটকে এখানে নিয়ে এসেছে,' সংবাদ সম্মেলনে একথা বলেছেন তামিম।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball