promotional_ad

দিনের সেরাঃ জো রুট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


উইন্ডিজের বিপক্ষে ম্যাচের প্রথমভাগে বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছিলেন জো রুট। এরপর ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের নায়ক হয়ে গেছেন তিনি।


নিয়মিত ওপেনার জেসন রয়ের অনুপস্থিতিতে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেছিলেন রুট। তবে আরেক ওপেনার জনি বেয়ারস্টোর চেয়েও সাবলীল ব্যাটিং করে সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।



promotional_ad

ওপেনিংয়ে বেয়ারস্টোকে নিয়ে ৯৫ রানের জুটি গড়ে ২১৩ রানের লক্ষ্যটাও মামুলি বানিয়ে দেন তিনি। রুটের সঙ্গে বেয়ারস্টোর ওপেনিং জুটি ভেঙেছেন উইন্ডিজের গতি তারকা শ্যানন গ্যাব্রিয়েল।


ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দিয়ে ফিরেন বেয়ারস্টো। ৭ চারে তিনি করেন ৪৫ রান। তাঁর ফেরার পর টপ অর্ডারে প্রমোশন পাওয়া ক্রিস ওকসের সঙ্গে ১০৪ রানের জুটিতে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান রুট।


চারটি চারে ৪০ রান করা ওকসকে ফিরিয়েছেন সেই গ্যাব্রিয়েল। বাকি সময়টা দেখে শুনে খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রুট। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৪ বলে ১০০ রানের ইনিংস খেলে।



তাঁর ইনিংসটি গড়া ছিল ১১টি চারে। বিশ্বকাপের এবারের আসরে এটি রুটের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে, পাকিস্তানের বিপক্ষে ১০৭ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball