জয় খরা কাটাতে আফগানদের মুখোমুখি প্রোটিয়ারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের এবারের আসরের ২১তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। তাদের লড়াই শুরু শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
চারটি ম্যাচে এখনও জয়ের দেখা পায়নি দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হেরেছে ফাফ ডু প্লেসির দল।
উইন্ডিজের বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিকে, আফগানিস্তান তাদের খেলা ৩ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটের বড় হার দিয়ে আসর শুরু করে তাঁরা।
এরপর, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ৩৪ রানের হতাশার হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের হারের লজ্জা পায় আফগানরা।

দুই দলই এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না। কারণ, এই ম্যাচে হারলেই শেষ চারে তাদের খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যাবে। ফলে দুই দলই চাইবে ঘুরে দাঁড়াতে।
বিশ্বকাপের শুরু থেকেই রানের মধ্যে নেই প্রোটিয়া ব্যাটসম্যানরা। ফলে, এই ম্যাচে ব্যাটসম্যানদের কাছ থেকে বিশেষ কিছু চাইবে দলটি। যদিও ইমরান তাহির কাগিসো রাবাদারা বল হাতে দারুণ ছন্দে আছেন।
আফগানিস্তান অবশ্য এই ম্যাচে পাচ্ছে না উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে। হাঁটুর চোট নিয়ে এই বিশ্ব আসর থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর বদলি হিসেবে ইতিমধ্যে দলে নেয়া হয়েছে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলীকে।
দক্ষিন আফ্রিকা (সম্ভাব্য একাদশ):
কুইন্টন ডি কক (উইকেটকিপার), হাশিম আমলা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডি ফিহলুকায়ো, ক্রিস মরিস, কগিসো রাবাদা, ইমরান তাহির, বিউরান হেন্ডরিক্স ।
আফগানিস্তান (সম্ভাব্য একাদশ):
হযরতউল্লাহ জাজাই, নূর আলী জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী, গুলবাদীন নাঈব (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী খিল (উইকেটকিপার), রশিদ খান, আফতাব আলম, হামিদ হাসান।