ক্লুজনার হয়ে উঠতে পারেন হার্দিকঃ স্টিভ ওয়াহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে 'ল্যান্স ক্লুজনার' হয়ে উঠতে পারেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এমনটাই মনে করেন সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহ।
১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপে ক্লুজনারের অবিশ্বাস্য অলরাউন্ড পারফরম্যান্সেই প্রথমবারের মতো ফাইনাল খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিল সেবার।

এবারের বিশ্বকাপে সেই একই কাজ করতে পারেন হার্দিক, এমনটাই বিশ্বাস স্টিভের। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন হার্দিক। রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে হার্দিক ২৭ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে ৩৫২ রানের পুঁজি পেয়েছিল ভারত।
এরপর অস্ট্রেলিয়াকে ৩১৬ রানে আটকে দিয়ে জয় তুলে নেয় ভারত। এই ম্যাচের পরই আইসিসির ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন স্টিভ।
'হার্দিকের ইনিংস প্রতিপক্ষের শিড়দাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেবে। এই ছেলেটা ১৯৯৯ বিশ্বকাপের লান্স ক্লুজনার হয়ে উঠতে পারে। নিজের ইনিংসের শুরু এবং বেশির ভাগ সময়েই শেষটায় যে ভাবে ব্যাটে দাপট দেখাতে পারে হার্দিক, কোনও দলের অধিনায়ক সেটা আটকাতে পারবে না।'
অজিদের বিপক্ষে ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলে স্টিভের প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। দক্ষতা দেখানোর সুযোগ থাকলে ধোনি কখনও হাতছাড়া করেন না বলেও মনে করেন তিনি।
'ধোনি কখনই দক্ষতা দেখানোর সুযোগ থাকলে ব্যর্থ হয় না। রবিবারের ম্যাচেও ধোনি সেটা দেখিয়ে দিয়েছে। যে জন্য ভারতের মোট রান ৩৫০-এর গণ্ডি পেরিয়ে গেছে।'