৬ হাজারি ক্লাব হাতছানি দিচ্ছে সাকিবকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজারি রানের দ্বারপ্রান্তে আছেন সাকিব আল হাসান। এই মাইলফলকে পা রাখতে হলে তাঁর আর প্রয়োজন মাত্র ২৩ রান। বর্তমানে ২০১ ওয়ানডেতে সাকিবের সংগ্রহ ৩৬.৬৬ গড়ে ৫ হাজার ৯৭৭ রান। যেখানে তাঁর সেঞ্চুরি রয়েছে ৮টি এবং হাফসেঞ্চুরি ৪৪টি।
সাকিবের আগে ছয় হাজারি রানের ক্লাবে পা রাখার নজির ছিল টাইগার ওপেনার তামিম ইকবালের। এখন পর্যন্ত ৩৫.৯৯ গড়ে ১৯৬ ওয়ানডেতে ৬ হাজার ৬৯৫ রান সংগ্রহ করেছেন তামিম। তাঁর রয়েছে ১১টি সেঞ্চুরি এবং ৪৬টি হাফসেঞ্চুরি।

সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে তালিকার তৃতীয়তে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২০৮টি ম্যাচে ৫ হাজার ৬৯৯ রান নিয়েছেন তিনি এখন পর্যন্ত। ৩৫.১৭ গড়ে ব্যাটিং করা মুশফিক হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি এবং ৩৪টি হাফসেঞ্চুরি।
এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখলে রেখেছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ১৭৮টি ওয়ানডেতে খেলা রিয়াদের সংগ্রহ ৩৪.৩৮ গড়ে ৫ হাজার ৫৩ রান। যেখানে তাঁর রয়েছে ৩ টি সেঞ্চুরি এবং ২০টি হাফসেঞ্চুরি।
অপরদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আশরাফুল ১৭৫টি ম্যাচ খেলে ৩ হাজার ৪৬৮ রান সংগ্রহ করেছেন। তাঁর ব্যাটিং গড় ছিল ২২.৩৭। ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফসেঞ্চুরির মালিক ছিলেন তিনি।
উল্লেখ্য আগামী ১৭ই জুন উইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে ২৩ রান করতে পারলেই ৬ হাজারি রানের ক্লাবে প্রবেশ করবেন অলরাউন্ডার সাকিব।