সেরে উঠছেন বাটলার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে পিঠের নিচের অংশে চোট পেয়েছিলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। সেই চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন ইংল্যান্ড দলের প্রধান কোচ ট্রেভর বেইলিস।
চোটের কারনে বাংলাদেশের বিপক্ষে গ্লাভস হাতে নিতে পারেননি জস বাটলার। বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে তাঁর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলা নিয়েও শঙ্কা রয়েছে।

এই প্রসঙ্গে বেইলিস বলেছেন, 'হ্যা সে ঠিক আছে। সে আজ পুরোদমে অনুশীলন করেছে। এটা একটু সতর্কতা ছিল। সে বলেছে কিপিং করতে পারবে। কিন্তু এটা নিশ্চিত নয় যে সে উঁচু ক্যাচের জন্য দৌড়াতে পারবে কিনা।'
ক্যারিবিয়ানদের বিপক্ষে বাটলারকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনাও হাতে রেখেছে ইংলিশরা। ফলে প্রস্তুত রাখা হয়েছে আরেক উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে। বেইলিস জানিয়েছেন, বাটলারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধন্ত নেয়া হবে শুক্রবার।
'আমি এটা নিয়ে চিন্তিত নই। আমরা আগামী কালের মধ্যে এই সিদ্ধান নিয়ে নিব। আমরা দেখবো সে কেমন করছে এবং অনুশীলনে পারফর্ম করছে। আমি আশা করছি সে পূর্ণ ভূমিকা পালন করবে।'
বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে থাকার পুরোটা সময় অস্বস্তিতে ছিলেন বাটলার। ইনিংস শেষে আর মাঠেই ফিরতে পারেননি তিনি। তাঁর বদলি হিসেবে উইকেটের পেছনে গ্লাভস হাতে ছিলেন জনি বেয়ারস্টো।