ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় পুঁজি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় পুঁজি গড়েছে অস্ট্রেলিয়া। ৪৯ ওভারে অস্ট্রেলিয়া ৩০৭ রানে অল আউট হয়েছে। ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দিতে বড় অবদান রেখেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।


এই ম্যাচের শুরুতে টনটনের পেসবান্ধব উইকেটে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আমিরের করা প্রথম ওভারে কোনো রানই তুলতে পারেননি দুই অজি ওপেনার।


promotional_ad

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ সময় নিয়ে উইকেট থিতু হয়ে হাত খুলে খেলেছেন। দুই ওপেনার জুটি অক্ষত ছিল ২২ ওভার পর্যন্ত। ২৩তম ওভারে আমিরের প্রথম বলে উইকেট দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ (৮২)।


একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। আগের তিন ম্যাচে ধীরগতির ব্যাটিংয়ের জন্য বেশ সমালোচনা হয়েছে ওয়ার্নারের। আজ শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেছেন এই বাঁ হাতি।


ছক্কা চারের ফুলঝুরি না ছড়ালেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন। তাকে অবশ্য বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি স্টিভ স্মিথ (১০) ও ম্যাক্সওয়েলরা (২০)। এই দুজন ফেরার পর ওয়ার্নার সেঞ্চুরি তুলে নিয়ে ১১১ বলে ১০৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।


তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ১টি ছক্কা। এরপর নিয়মত বিরতিতে উইকেট হারিয়েছে অজিরা। শন মার্শ (২৩), উসমান খাজা (১৮) ও অ্যালেক্স ক্যারি (২০) মাঝারি মানের ইনিংস খেলে আউট হলে নিচের সারির আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।


ফলে ৪৯ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় ৩০৭ রানে। পাকিস্তানের হয়ে একাই ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট গেছে হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাফিজের ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball