promotional_ad

আমির-বাটের ফিক্সিং নিয়ে বোমা ফাটালেন রাজ্জাক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


মোহাম্মদ আমির ও সালমান বাটের ফিক্সিং নিয়ে নতুন করে বোমা ফাটালেন পাকিস্তান দলের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। সম্প্রতি তিনি জানিয়েছেন, আফ্রিদির থাপ্পড়ে ফিক্সিংয়ের কথা স্বীকার করেছিলেন মোহাম্মদ আমির।


তাছাড়া, পাকিস্তানি ওপেনার সালমান বাট অনেক আগে থেকেই ম্যাচ গড়াপেটার সাথে জড়িত ছিলেন বলে সন্দেহ ছিল তাঁর। পাকিস্তানি নিউজ চ্যানেল জিএনএন এর সাথে এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।


'সে (আফ্রিদি) আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলেছিল। কিন্তু এর কিছুক্ষণ পর একটি থাপ্পড়ের শব্দ পেয়েছিলাম এবং এরপর আমির সব সত্য স্বীকার করে নিয়েছিল।'



promotional_ad

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফিক্সিং করে ধরা পড়ার আগে ইচ্ছে করে ডট বল খেলে দলকে ডোবাতেন ওপেনার সালমান বাট। বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ম্যাচে এর প্রমাণও পেয়েছিলেন রাজ্জাক। যদিও সেই আশঙ্কার কথা আফ্রিদিকে বলার পর তিনি তা হেসে উড়িয়ে দিয়েছিলেন।


‘আমার এই আশঙ্কার কথা আফ্রিদিকে জানিয়েছিলাম। কিন্তু আফ্রিদি বলেছিল এটা আমার ভুল ধারণা। কোনো সমস্যা ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব টি-টোয়েন্টির এক ম্যাচে যখন সালমান বাটের সঙ্গে ব্যাট করছিলাম, আমি বুঝতে পারছিলাম সে আমাদের দলকে ডোবাবে।’


'এই পরিস্থিতিতে সে যখন আমাকে ফিরিয়ে দিল তখন আমি অবাক হয়েছিল। আমি যখন বুঝলাম সে কিছু একটা করতে চাইছে, আমি তাকে কড়া ভাষায় বলেছিলাম আমাকে স্ট্রাইক দেয়ার জন্য। তবুও সে প্রত্যেক ওভারে ২-৩ বল খেলছিল এবং এরপর আমাকে স্ট্রাইক দিচ্ছিলো। আমি হতাশ হয়েছিলাম এবং চাপে পড়ে আউট হয়েছিলাম,' যোগ করেছেন আব্দুল রাজ্জাক।


ফিক্সিং কান্ডে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ৩ পাকিস্তানি ক্রিকেটাস সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এর মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে এখন পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত আমির। এবারের বিশ্বকাপেও বল হাতে পাকিস্তানের বড় অস্ত্র তিনি।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball