রিজার্ভ ডে ইস্যুতে আত্মপক্ষ সমর্থনে আইসিসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বে রিজার্ভ ডে না থাকায় আত্মপক্ষ সমর্থন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচ শেষেই প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি।
চলতি বিশ্বকাপের আসরে তৃতীয়বারের মতো বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে ম্যাচ। যেকোনো বিশ্বকাপ আসরে এটিই সর্বোচ্চ। ফলে রিজার্ভ ডে না থাকায় কঠিন সমালোচনার মুখে পড়েছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছে, টুর্নামেন্টের দৈর্ঘ্যের কথা চিন্তা করেই রিজার্ভ ডে রাখা হয়নি। টুর্নামেন্টের সাথে আরও অনেক কিছু জড়িয়ে আছে। সবকিছু চিন্তা করেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানালেন তিনি।

‘প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা করতে হলে টুর্নামেন্টের দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে। তখন পুরো টুর্নামেন্টটা সুষ্ঠুভাবে আয়োজন করা একরকম অসম্ভব হয়ে দাঁড়াবে। পিচ প্রস্তুত করা, দলগুলোর যাত্রার সময়সূচি ও বিশ্রামের রুটিন, থাকার জায়গা, ভেন্যু ঠিক দিনে পাওয়া যাবে কি না, স্বেচ্ছাসেবক ও ম্যাচ অফিশিয়ালদের প্রাপ্যতা ও উপস্থিতি, সরাসরি সম্প্রচারে সমস্যা হবে কি না—এসব কিছুর ওপর প্রভাব পড়বে তখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অনেক দর্শকই আছেন, যাঁরা অনেকক্ষণ যাত্রা করে খেলা দেখতে আসেন, তাঁদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তার ওপর যেদিন রিজার্ভ ডে রাখা হবে, সেদিনও যে বৃষ্টি হবে না, তারও তো কোনো নিশ্চয়তা নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস কঠোর সমালোচনা করেছেন রিজার্ভ ডে না থাকায়। তাঁর মতে মাঠে এসেও খেলতে না পারা সব দলের জন্যই হতাশার।
‘এটা সব দলের জন্যই হতাশার। মাঠে এসে খেলতে না পারাটা অবশ্যই হতাশার। আমরা চাঁদে লোক পাঠাতে পারি, কেন রিজার্ভ ডে রাখতে পারি না, যখন টুর্নামেন্টটা এত লম্বা।’
এবারের আসরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এরপর বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় উইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। এবার বৃষ্টির বাঁধায় টসই গড়াতে পারেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে।
আবহাওয়ার পূর্বাভাস মতে বিশ্বকাপের আরও কিছু ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হতে পারে। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়েও শঙ্কা রয়েছে।