promotional_ad

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন থাকবে ওয়েস্ট ইন্ডিজঃ রোডস

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় তাঁর দল। উইন্ডিজ বাংলাদেশের কিছু খেলোয়াড়কে নিয়ে চিন্তিত থাকবে বলেও মনে করেন তিনি।


মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদমাধ্যমের সাথে আলাপকালে একথা বলেছেন তিনি। বাংলাদেশ দলেও ভালো কিছু খেলোয়াড় রয়েছে বলে বিশ্বাস তাঁর।



promotional_ad

'আমরা যেভাবে সাদা বলের ক্রিকেট খেলছি, এটা সত্যই আনন্দের এবং আমরা জানি আমাদের সেরা কিছু খেলোয়াড় আছে। তাই আমরা আমাদের প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নই এবং আমরা আশা করছি তারাও আমাদের কিছু খেলোয়াড় নিয়ে চিন্তায় থাকবে।'


উইন্ডিজকে নিয়ে না ভাবলেও দলটির অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন রোডস। তাঁর মতে বর্তমান বিশ্বের অন্যতম সেরা হিটার এই তারকা।


নিজের দিনে যেকোনো প্রতিপক্ষকেই ম্যাচ থেকে ছিটকে দিতে পারেন তিনি। তবে, দল হিসেবে উইন্ডিজের কাছ থেকে টাইগাররা সম্মান পাবে বলেই বিশ্বাস বাংলাদেশ কোচের।



'তাদের একজন বিস্ফোরক খেলোয়াড় আন্দ্রে রাসেল এবং সে দুর্দান্ত প্রতিপক্ষ। সে খেলাটির অন্যতম সেরা হিটার এবং তাঁর নিজের দিনে বল করাও খুবই কঠিন হয়ে যাবে। সে আপনার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে কিন্তু তাঁরা অন্য দলগুলোর মতোই প্রতিপক্ষকে সম্মান করে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball