থেমেছে বৃষ্টি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারী বৃষ্টির কারণে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটি মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে। তবে সুখবর হলো এরই মধ্যে ব্রিস্টলে থেমেছে বৃষ্টি। কিছুক্ষণ পর মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা। এরপরেই সিদ্ধান্ত নেয়া হবে কয় ওভারে খেলাটি অনুষ্ঠিত হবে।

যদিও আকাশ এখনও ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে, তবে এরপরও খেলার আশা করছেন সকলে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠেই প্রবেশ করেননি খেলোয়াড়রা।
এদিকে আর বৃষ্টি যদি নাও হয়, এরপরেও কন্ডিশন এবং তাপমাত্রা মোটেই এশিয়ান কোনও দেশের জন্য অনুকূল হবে না। এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে বড় বাঁধা হিসেবে দেখা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি এর আগে বৃষ্টির কারণে বাতিল হয়েছিল।
এরপর পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ১১তম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল একই কারণে। দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের মধ্যকার শেষ ম্যাচটিও বাতিল হয়েছে বৃষ্টিতে।