promotional_ad

খানিক পরে মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টি এবং বিরূপ আবহাওয়ার কারণে শঙ্কার মুখে পড়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার আজকের ম্যাচটি। তবে সুখবর হলো বৃষ্টি থেমেছে ব্রিস্টলে। তবে এখনও আকাশ রয়েছে ঘন মেঘে আচ্ছন্ন।


জানা গিয়েছে স্থানীয় সময় ১২টা ১৫ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা। এরপর বৃষ্টি না হলে সিদ্ধান্ত নিবেন তারা। তবে এরই মধ্যে কাউন্টি গ্রাউন্ডে পৌঁছেছেন দুই দলের ক্রিকেটাররাই।  



promotional_ad

এর আগে আজকের এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় (বাংলাদেশ সময় সাড়ে তিনটা)। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে খেলা মাঠে গড়ায় নি। 


ব্রিস্টলের আবহাওয়ার রিপোর্ট বলছে বিকেল ৫টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বৃষ্টিরও জোর সম্ভাবনা রয়েছে।  এরপর ৬টার দিকে বৃষ্টি থামলেও সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে। 


তবে বৃষ্টি যদি নাও হয়, এরপরেও কন্ডিশন এবং তাপমাত্রা মোটেই এশিয়ান কোনও দেশের জন্য অনুকূল হবে না। এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে বড় বাঁধা হিসেবে দেখা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি এর আগে বৃষ্টির কারণে বাতিল হয়েছিল।



এরপর পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ১১তম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল একই কারণে। দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের মধ্যকার শেষ ম্যাচটিও বাতিল হয়েছে বৃষ্টিতে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball