ব্রিস্টলের আবহাওয়া সুখবর দিচ্ছে না বাংলাদেশকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টি এবং বিরূপ আবহাওয়ার কারণে শঙ্কার মুখে পড়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্??ার মধ্যকার আজকের ম্যাচটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রিস্টলে এখনও বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে।
বিশ্বকাপের আজকের এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় (বাংলাদেশ সময় সাড়ে তিনটা)। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে খেলা মাঠে গড়ায় নি।

ব্রিস্টলের আবহাওয়ার রিপোর্ট বলছে বিকেল ৫টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বৃষ্টিরও জোর সম্ভাবনা রয়েছে। এরপর ৬টার দিকে বৃষ্টি থামলেও সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে।
তবে বৃষ্টি যদি নাও হয়, এরপরেও কন্ডিশন এবং তাপমাত্রা মোটেই এশিয়ান কোনও দেশের জন্য অনুকূল হবে না। এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে বড় বাঁধা হিসেবে দেখা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি এর আগে বৃষ্টির কারণে বাতিল হয়েছিল।
এরপর পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ১১তম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল একই কারণে। দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের মধ্যকার শেষ ম্যাচটিও বাতিল হয়েছে বৃষ্টিতে।