পরিসংখ্যানের আলোকে বাংলাদেশ-শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে আজ বিশ্বকাপের ১৬তম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচে পরাজয়ের পর আজকের ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে দেখে নেয়া যাক দুই দলের কয়েকটি পরিসংখ্যানঃ

১। শেষ তিন ম্যাচঃ শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। যার মধ্যে দুটি জয় এসেছিল গত নিদাহাস ট্রফিতে। আর আরেকটি জয় এসেছিল গত এশিয়া কাপে।
২। সর্বমোট ম্যাচঃ তবে সর্বমোট ম্যাচের দিক থেকে পিছিয়ে থাকছে বাংলাদেশই। এখন পর্যন্ত মোট ৪৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে শ্রীলঙ্কা জয় পেয়েছে ৩৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৭টিতে। তবে ২০১৭ সালের পর থেকে জয়ের শতাংশের দিক থেকে একই অবস্থানে আছে তারা। ৬ ম্যাচের মধ্যে তিনটিতে শ্রীলঙ্কা এবং তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
৩। বিশ্বকাপঃ বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোট তিনবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে সবগুলোতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। ২০০৩ বিশ্বকাপে সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে লঙ্কানরা ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল এবং কিংবদন্তী পেসার চামিন্দা ভাস প্রথম ওভারেই হ্যাট্রিক করেছিলেন সেবার।
এরপর ২০০৭ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ। সেবার ১৯৮ রানের ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। পরবর্তীতে ২০১৫ সালের বিশ্বকাপে সর্বশেষ দেখা হয়েছিল দুই দলের। ৯২ রানের ব্যবধানে হারের মুখ দেখেছি সেবার বাংলাদেশ।
৪। সর্বোচ্চ রান সংগ্রাহকঃ বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবদন্তী ব্যাটসম্যান সানাথ জয়সুরিয়া। ১৬৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে।
এছাড়াও ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছিলেন তিলকারত্নে দিলশান। ১৬১ রানের ইনিংস খেলেছেন তিনি বিশ্বকাপে। অপরদিকে বাংলাদেশের হয়ে ২০১৫ বিশ্বকাপে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাব্বির রহমান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান ৫০ রানের গন্ডি পার করতে পারেননি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে।