সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটিঃ বাশার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি , জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিংয়ের সময় ঊরুর এক পাশে টান লেগেছিল সাকিবের।
এরপর আজ ব্যাথা না কমায় অনুশীলন করতে দেখা যায়নি তাঁকে। এরই মধ্যে বর্তমান অবস্থা জানতে তাঁর স্ক্যান করানো হয়েছে। সেই স্ক্যান রিপোর্টের অপেক্ষাতেই আছে টিম ম্যানেজমেন্ট। রিপোর্ট পাওয়ার পর তাঁর খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এই প্রসঙ্গে নির্বাচক বাশার বলেছেন, 'সাকিবের স্ক্যান করা হয়েছে। ইংল্যান্ড ম্যাচের সময়ই সে চোট পেয়েছিল। তাঁর চোট লেগেছে গ্লুটসে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি।'
উল্লেখ্য বর্তমানে দারুণ ফর্মে আছেন সাকিব। তিন ম্যাচ খেলে দুইটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানও তিনি।
গত তিন ম্যাচে সাকিবের স্কোর যথাক্রমে ৭৫, ৬৪ ও ১২১। বল হাতে নিয়েছেন তিনটি উইকেট। দলের খেলোয়াড়দের মধ্যে সাকিবই এখন ধারাবাহিকভাবে ভালো খেলছেন। এমন মুহূর্তে সাকিব যদি না খেলতে পারেন তাহলে সেটি হবে দলের জন্য বড় ধাক্কা।