সমালোচনা নিয়ে মুখ খুললেন মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বল হাতে ছন্দে নেই টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত তিন ম্যাচে মাত্র একটিতে নিজের বোলিং কোটা পূরণ করেছেন তিনি। ফলে দলে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার সেই সমালোচনা নিয়ে মুখ খুলেছেন টাইগার দলপতি।
তিনি জানিয়েছেন, ক্যারিয়ারে অনেকবারই নিজের বোলিং কোটা পূরণ করেননি তিনি। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে মোসাদ্দেক ভালো বল করছিল ফলে তাকে দিয়ে মিডেল ওভারে বল করিয়েছিলেন বলে জানালেন মাশরাফি। এজন্যই নিজের বোলিং কোটা পূরণ করতে পারননি তিনি।
'গত চার-পাঁচ বছরে আমার অধিনায়কত্বে বহুবার আমি বোলিং কোটা পূর্ণ করিনি। সঠিক সময়ে কে ভালো করছে সেটার ওপর নির্ভর করে ব্যাপারটা। প্রথম দুই ম্যাচে মোসাদ্দেক দারুণ বল করেছে দলের জন্য। এটাতেই সবসময় মনোযোগ থাকে।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ ওভারে ৪৯ রান দিয়ে ছিলেন তিনি উইকেট শূন্য ছিলেন। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ওভারে ৩২ রান দিয়েও কোনো উইকেট পাননি।
অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে মাশরাফি নিজের ১০ ওভারের কোটা পূরণ করে ৬৮ রান দিয়ে ১টি উইকেট পেয়েছিলেন তিনি। মাশরাফির মতে বোলিংয়ের কোটা পূরণ করার পুরো ব্যাপারটিই ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করে।
'শেষ ম্যাচে আমি আমার কাজটা করেছি (১০ ওভারের কোটা)। এটা নির্ভর করে সেই সময়ে কে ভালো করতে সেটার উপর।'
বিশ্বকাপে মাত্র তিন ম্যাচে মাশরাফির পারফর্মেন্সের কারণেই যে সমালোচনার ঝড় উঠেছে, তাঁর উত্তরে মাশরাফি বলতেই পারেন গত ২ বছরে বাংলাদেশের অন্যতম সেরা বোলার তিনি।
গত ৩৪ ম্যাচে তিনি ৩৫ টি উইকেট নিয়েছেন। এই সময়ে তাঁর চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল মুস্তাফিজুর রহমান। তিনি ২৮ ম্যাচে শিকার করেছেন ৪৩ টি উইকেট।