promotional_ad

একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন মাশরাফি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকালের ম্যাচে কোনো পরিবর্তন আসবে কিনা এই ব্যাপারে সরাসরি কিছু জানাননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করার পরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।


টানা তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল। আর সেই কারণে সমালোচিতও হয়েছে তারা। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে পেসার রুবেল হোসেনের অনুপস্থিতি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ ২০১৫ বিশ্বকাপে এই রুবেলই ছিলেন ইংল্যান্ডকে বিদায় করে দেয়ার মূল নায়ক। লঙ্কানদের মুখোমুখি হওয়ার আগে তাই একাদশ নিয়ে কথা বলতে হয়েছে অধিনায়ককে। মাশরাফি বলেছেন, 



promotional_ad

'একাদশে পরিবর্তনটা তো আমি একা বললে হবে না। টিম ম্যানেজমেন্ট আছে। তাদের সঙ্গে আলোচনার ব্যাপার আছে। একাদশে পরিবর্তন সবসময় দলের জন্য ভালো কিছু হয়না। যখন প্রয়োজন হয় তখন পরিবর্তন করা হয়। দলের যদি প্রয়োজন হয় তাহলে আলোচনা করে পরিবর্তন করা হবে।'


ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে পরাজয়ের পরও আশা ছাড়ছেন না মাশরাফি। জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামার প্রত্যাশা করছেন তিনি। টাইগার দলপতি জানিয়েছেন নিজেদের সেরাটা দিয়ে খেলবেন তাঁরা,


'আগের দুই ম্যাচেও আশা ছিল। পারিনি। এই ম্যাচেও থাকবে। যেটা আগে বললাম যে, আমরা অনুমান করতে পারবো না, যে আমরা জিতবোই। তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করতে পারি। যদি সেরাটা খেলতে পারি তাহলে সম্ভাবনা থাকবে,' বলেছেন মাশরাফি। 




 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball