সাউদাম্পটনে জিতল বৃষ্টি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে দক্ষিন আফ্রিকা ও উইন্ডিজের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। লম্বা সময় অপেক্ষার পরও মাঠে নামতে পারেনি দুই দল। ফলে আম্পায়াররা ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছেন।
স্থানীয় সময় বেলা সোয়া চারটায় ম্যাচটি বাতিল করা হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেলের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা।
বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন হাশিম আমলা। লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়ে আউট হয়েছেন এইডেন মার্করাম।

বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার সময় ৭ ওভার ৩ বলে ২ উইকেটে ২৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর টানা বৃষ্টির কারণে আর একটি বলও মাঠে গড়ায়নি।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে দুই দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেয়া হয়েছে। এর আগে গত শুক্রবার পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে সম্ভব হয়নি টসও। ফলে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করেছিল ফাফ ডু প্লেসিসের দল।
এরপর বাংলাদেশের বিপক্ষে তাঁরা হারে ২১ রানের ব্যবধানে। ভারতের বিপক্ষেও জয়ের মুখ দেখেনি তাঁরা। সেই ম্যাচে ৬ উইকেটে হারে প্রোটিয়ারা। ফলে শেষ চারে খেলতে বাকি ৬ ম্যচের মধ্যে প্রায় প্রতিটিতে জিততে হবে দলটির।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৭.৩ ওভারে ২৯/২ (ডি কক ১৭*, আমলা ৬, মারক্রাম ৫, দু প্লেসি ০*; কটরেল ৪-১-১৮-২, রোচ ৩-০-১০-০, টমাস ০.৩-০-১-০)
ফল: বৃষ্টিতে পরিত্যক্ত